Kolkata Cafe Blast : যোধপুর পার্কে ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, শাটার উড়ে গিয়ে পড়ল দূরে, দগ্ধ কর্মী
Jodhpur Park Cafe Explosion : ক্যাফে থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে গ্যাস সিলিন্ডার। কী থেকে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
কলকাতা : যোধপুর পার্কে ক্যাফেতে ( Kolkata Cafe Explosion ) ভয়াবহ বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ক্যাফেরই এক কর্মী। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ক্যাফের কাচের দরজা চুরমার হয়ে যায়। রাস্তার উল্টো ফুটে গিয়ে পড়ে ক্যাফের লোহার শাটার।
আরও পড়ুন
'তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক', বাংলাদেশের পরিস্থিতিতে মমতাকে আক্রমণ দিলীপ
কীভাবে বিস্ফোরণ?
স্থানীয়দের দাবি, সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডে যোধপুর পার্কের ক্যাফেতে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। কারণ ক্যাফে থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে গ্যাস সিলিন্ডার। কী থেকে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয়দের দাবি, হঠাৎই বোমা বিস্ফোরণ ঘটার মতো আওয়াজ আসে। ছুটে গিয়ে দেখেন দোকানের শাটার উড়ে গিয়ে পড়েছে রাস্তার ওপারে। দগ্ধ হয়েছেন এক ক্যাফে কর্মী।
দোকানের অন্যান্য কর্মীদের আশঙ্কা, গ্যাস সিলিন্ডার থেকে অল্প অল্প করে গ্যাস লিক করছিল। আক তা থেকেই বড় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। যদিও সিলিন্ডারটি অক্ষতই আছে। তাই আদৌ সিলিন্ডারের গ্যাস লিক করেই বিস্ফোরণ কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
গ্যাস লিক করে ঘর ভর্তি ?
স্থানীয় এক বাসিন্দার দাবি, হয়ত সারা রাত অল্প অল্প করে গ্যাস লিক করে ঘর ভর্তি হয়ে ছিল। সম্ভবত ওই কর্মীই প্রথম কোনও সুইচ জ্বালান বা আগুন জ্বালান। আর তাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে পুরোটাই অনুমান।
ওই ক্যাফের কর্মীরা জানান, ক্যাফের যে কর্মী আহত হয়েছেন তাঁর শরীরের অধিকাংশই দগ্ধ। খুবই খারাপ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও পুলিশ। কারণ অনুসন্ধান করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন :
প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।