Joka-Esplanade Metro : জোকা-এসপ্ল্যানেড মেট্রোর Esplanade স্টেশন তৈরির কাজ, সরছে বিধান মার্কেট
Kolkata Metro : ২০২৬ সালের মধ্যে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : জোকা-এসপ্ল্য়ানেড মেট্রোর (Joka Esplanade Metro) এসপ্ল্যানেড স্টেশন তৈরির জন্য রানি রাসমনি অ্যাভিনিউ ও সিধো কানহু ডহরের মাঝামাঝি অংশে সরিয়ে নিয়ে যাওয়া হবে বিধান মার্কেট (Bidhan Market)। অবশেষে এ ব্যাপারে সম্মতি দিয়েছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। তারপরেই নতুন মার্কেট তৈরির জন্য টেন্ডার ডেকেছে রেল বিকাশ নিগম লিমিটেড।
বিধান মার্কেটের ব্যবসায়ী ও রেল বিকাশ নিগম লিমিটেডের (Rail Vikash Nigam Limited) মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। অবশেষে সেই জট কাটল। জোকা-এসপ্ল্য়ানেড মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন তৈরির জন্য বিধান মার্কেট অন্য়ত্র সরানো দরকার ছিল। কিন্তু, তাতে বেঁকে বসেন এই মার্কেটের ব্যবসায়ীরা। দীর্ঘ আলাপ আলোচনার পর রানি রাসমনি অ্যাভিনিউ ও সিধো কানহু ডহরের মাঝামাঝি অংশে বিধান মার্কেট সরিয়ে নিয়ে যেতে অবশেষে সম্মতি দিয়েছেন ব্যবসায়ীরা।
সম্প্রতি রাজ্য় সরকার, আরভিএনএল ও ব্য়বসায়ীদের মধ্যে বৈঠকে জট কেটেছে। এরপরেই গত ২৭ মে টেন্ডার ডেকেছে রেল বিকাশ নিগম লিমিটেড। মেট্রোরেল সূত্রে খবর, জোকা-এসপ্ল্যানেড মেট্রোর মমিনপুর-এসপ্ল্যানেড ভূগর্ভস্থ অংশ নির্মাণের জন্য এই স্থানান্তর প্রয়োজন। টেন্ডার চূড়ান্ত হলেই শুরু হবে নতুন মার্কেট তৈরির কাজ।
জানা যাচ্ছে, ৪ হাজার ৭২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে দ্বিতল মার্কেট। সেখানে থাকবে ফুড কোর্ট, পার্কিংয়ের ব্যবস্থা, আধুনিক ড্রেনেজের সুবিধা। ২০২৬ সালের মধ্যে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ফলে আগামী ১২ মাসের মধ্যে বিধান মার্কেট স্থানান্তরের কাজ শেষ করতে চাইছেন মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?