Kolkata News: শপিং মলের সামনে বচসা দুই বাস কন্ডাক্টকরের, এক জনকে ছুরির কোপ অন্যের, খুনের ঘটনায় চাঞ্চল্য কসবায়
Kasba Murder:কসবার (Kasba Murde) রাজডাঙা এলাকায় অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলী স্টেডিয়ামের সামনে এই ঘটনা ঘটে।
হিন্দোল দে, কলকাতা: কসবায় শপিং মলের সামনে খুন (Kasba Murder)। দুই বাস কন্ডাক্টরের বচসার জেরে খুন। বচসার সময় ছুরি নিয়ে হামলার অভিযোগ। নিহত বাস কন্ডাক্টরের নাম উজ্জ্বল হালদার। পুরনো বিবাদের জেরে হামলা বলে অনুমান করছে পুলিশ। গ্রেফতার অভিযুক্ত বাস কন্ডাক্টর শেখ রিয়াজুদ্দিন (Kolkata News)।
শহর কলকাতার বুকে খুনের অভিযোগ, ছুরি দিয়ে কুপিয়ে খুন বাস কন্ডাক্টরকে
কসবার (Kasba Murde) রাজডাঙা এলাকায় অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলী স্টেডিয়ামের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। 3C/1 রুটের একটি বাসের ভিতর এই খুনের ঘটনা ঘটে। বাসের মধ্যেই রক্তাক্ত অভস্থায় লুটিয়ে পড়েন মৃত ব্য়ক্তি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।
পুলিশ জানিয়েছে, মৃত এবং অভিযুক্ত দু'জনই বাসের কন্ডাক্টরের। দু'জনের মধ্যে পুরনো বিবাদ ছিল। সেই নিয়েই রাতে আর এক প্রস্থ বচসা বাধে, যা হাতাহাতিতে পরিণত হয় অল্প ক্ষণের মধ্যে। সেই সময় ফল কাটার ছুরি নিয়ে উজ্জ্বলের উপর ঝাঁপিয়ে পড়েন শেখ রাজু। এলোপাথাড়ি কোপাতে থাকেন। তাতে রক্তাক্ত অবস্থায় পড়ে যান উজ্জ্বল। এর পর বাসের অন্য সকলে মিলে তড়িঘড়ি রুবী হাসপাতালে নিয়ে যান উজ্জ্বলকে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: Cooch Behar : 'সোশাল মিডিয়ায় দলবিরোধী পোস্ট নয়', বার্তা কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির
পুলিশের ধারণা, বাসের ভিতর মদের আসর বসেছিল রাতে। তা চলাকালীনই ঝামেলা বাধে দু'জনের মধ্যে। যদিও মদের আসর ঠিক কোথায় বসেছিল, তা এখনও জানা যায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, মদজে আসরে উপস্থিত ছিলেন না উজ্জ্বল। তাই পরে ঝামেলা শুরু হয়ে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।
পুরনো বিবাদের জেরে নতুন করে বচসা, তাতেই খুন!
ইতিমধ্যেই শেখ রাজুকে গ্রেফতার করেথে পুলিশ। তাঁকে আলিপুর আদালতে পাঠানো হয়েছে। কী নিয়ে পুরনো বিবাদ ছিল, আচমকা নতুন করে ঝামেলাই বা বাধল কী নিয়ে, তা জানার চেষ্টা চলছে। শেখ রাজুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে ছুরি দিয়ে কোপানো হয় উজ্জ্বলকে, সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। খুনের আসল কারণ জানতে শেখ রাজুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।