Khidirpur Road Accident: আচমকা ওভারটেক করার চেষ্টা গাড়ির, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরি, খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় দাবি প্রত্যক্ষদর্শীদের
Kolkata News: শনিবার রাতে খিদিরপুরের বাবুবাজারের এলাকায় ঘটেছে। কাটাপুকুরের দিক থেকে বাবুবাজার মুখী যে রাস্তা, তার উপরই এই দুর্ঘটনা ঘটেছে।
কলকাতা: কাজকর্ম,ব্যবসাপাতি গুটিয়ে বাড়ি যাওয়ার তোড়জোড় করছিলেন সকলে। সেই সময়ই ঘটল বিপত্তি (Khidirpur Road Accident)। বিকট শব্দে কেঁপে উঠল চারিদিক। ঘাড় ঘোরাতেই সামনে ভয়ঙ্কর দৃশ্য সামনে। প্রকাণ্ড আকারের লরির নিচে কার্যত চিঁড়ে-চ্যাপ্টা আস্ত একটি গাড়ি। শনিবার রাতে কলকাতার খিদিরপুরে এমনই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। সারবোঝাই গাড়ির চাকায় পিষ্ট হল আস্ত একটি প্রাইভেট গাড়ি। তাতেই ঘরে ফেরার ঝিমিয়ে থাকা পরিবেশ আচমকাই বদলে গেল উত্তেজনা, উৎকণ্ঠা এবং আতঙ্কে (Kolkata News)।
খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট গাড়ি
শনিবার রাতে খিদিরপুরের বাবুবাজারের এলাকায় ঘটেছে। কাটাপুকুরের দিক থেকে বাবুবাজার মুখী যে রাস্তা, তার উপরই এই দুর্ঘটনা ঘটেছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তা কলকাতা বন্দরের এলাকার (Kolkata port Trust) মধ্যে পড়ে। শনিবার বিকেলে মুষলধারে বৃষ্টির পর রাত ১০টা পর্যন্ত সেখানে হাঁটু পর্যন্ত জল জমে থাকতে দেখা গিয়েছে। এ ছাড়াও খানাখন্দে ভরা রাস্তাটি। তাই বেহাল রাস্তা এবং নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার চাপানোয় লরি উল্টে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাটাপুকুরের দিক থেকে বাবুবাজারের দিকে এগোচ্ছিল সারবোঝাই লরিটি। সেই সময় ওই রাস্তার বাম পাশে দাঁড়িয়েছিল ছাইরঙের একটি গাড়ি। আচমকা লরিটিকে ডান দিক দিয়ে ওভারটেক করতে যায় গাড়িটি। এমনিতেই রাস্তার অবস্থা বেহাল। তার উপর আলোও ছিল না। তাতেই আছমকা গাড়িটি ওভারটেক করতে গেলে, লরিটি তার উপর পড়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
লরিটিতে নির্ধারিত ওজনের তুলনায় বেশি পরিমাণ সার বোঝাই ছিল বলেও অভিযোগ সামনে আসছে। তবে স্থানীয়দের দাবি লরিটি, ধীর গতিতেই এগোচ্ছিল। কিন্তু আলো জ্বলছিল না রাস্তার। খানাখন্দও ছিল বিস্তর। বৃষ্টির পর জল জমে ছিল হাঁটু পর্যন্ত। তাতেই নিয়ন্ত্রণ হারায় লরিটি। দুর্ঘটনায় লরির চালক আহত হয়েছেন।
লরির চালক আহত, ক্রেন দিয়ে তোলা হয় গাড়ি
দুর্ঘটনাস্থল থেকে রাত ১০.০৫ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১০.১৫ ক্রেন দিয়ে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দলা পাকিয়ে যাওয়া গাড়িটিকে। ১০টা ২২ লরিটির উপরই গাড়িটি তোলা হয়। লরিটিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। তা সম্ভব হয়নি। ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়।