Kolkata Accident: সম্প্রীতি উড়ালপুলে গভীর রাতে পথ দুর্ঘটনায়, মৃত ২ আহত ২
Kolkata News: জানা যায় সম্প্রীতি উড়ালপুলের উপরে বাইকে করে চারজন যাচ্ছিলেন। রামপুরের কাছে ঘটে পথ দুর্ঘটনাটি।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: মহেশতলায় সম্প্রীতি উড়ালপুলে গভীর রাতে পথ দুর্ঘটনা (Maheshtala Road Accident)। দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক চালকের। সহ আরও একজনের। গভীর রাতে পথ দুর্ঘটনা আহত হয়েছেন আরও দুজন।
গভীর রাতে পথ দুর্ঘটনায়য় মৃত্যু: জানা যায় সম্প্রীতি উড়ালপুলের উপরে বাইকে করে চারজন যাচ্ছিলেন। রামপুরের কাছে ঘটে পথ দুর্ঘটনাটি। এরপরই আহতদের উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তাঁর নাম রাহুল বল (২১)। বাড়ি পর্ণশ্রী থানা এলাকায়। আরও একজন গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে যাওয়া। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন তাঁরও মৃত্যু হয়েছে। নাম প্রতাপ মণ্ডল। (৩০)যবাকি দুজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন উড়ালপুলে গভীর রাতে বাইক চালানো নিষিদ্ধ হওয়া সত্বেও কী করে উড়ালপুলে দিনের পর দিন এই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
মঙ্গলবার সাতসকালে নিউটাউনে নজরুল তীর্থের সামনে গাড়ি দুর্ঘটনা ঘটে। সেক্টর ফাইভের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি চারচাকা গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়দের দাবি, গাড়িতে চালক ছাড়াও আরও একজন ছিলেন। দু’জনেই গুরুতর আহত হন। নিউটাউন থানার পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত মাসে শহরে বেপরোয়া গতির বলি হন ১৮ বছরের তরুণ। ঘটনাটি ঘটে সার্ভে পার্ক থানা এলাকায়। ঘটনার দিন ভোরে রুবি মোড় থেকে গড়িয়ার দিকে যাওয়ার পথে বেপরোয়া বাইক চালক রাস্তার ধারে গার্ডরেলে ধাক্কা মারেন। মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছরের আকাশ মাকালের। তার আগে কলকাতার দুই প্রান্তে দুটি দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের। হেস্টিংস থানার সেন্ট জাজেস গেট রোড ও ক্লাইভ রোডের সংযোগস্থলে বেপরোয়া বাইক নিয়ন্ত্রণ হারানোয় মৃত্যু হয় এক যুবকের। আহত হন আরও একজন। অন্যদিকে, ওই একইদিনে গড়িয়াহাটে হাজরা ও গরচা রোডের সংযোগস্থলে পিক আপ ভ্যানের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। আহত হন ওই যুবকের দুই সঙ্গী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata News: অস্ত্রোপচারে ব্যবহার করা ফ্লুইড থেকেই সংক্রমণ! রিপোর্ট পেশ স্বাস্থ্য ভবনে