Madan Mitra : 'ইয়েস আই অ্যাম এ কালারফুল বয়' গান রেকর্ডিং-এ রঙিন মেজাজে মদন মিত্র
'ইয়েস আই অ্যাম এ কালারফুল বয়, তবে বেশি কালারফুল নয়' গান রেকর্ডিং-এ রঙিন মেজাজে মদন মিত্র
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : তিনি রঙিন। রঙিন তাঁর মেজাজ। রঙিন তাঁর সাজ। ফেসবুকে রঙিন চশমা পরে তাঁর লাইভ চমকে দেয় আট থেকে আশিকে। তিনি গান গেয়ে মোহিত করেন ভক্তদের। আবার কখনও তাঁর মুখে শোনা যায় ফিল্মি ডায়লগ। এ হেন মদন মিত্র বৃহস্পতিবার সকাল থেকেই মাত করে রাখলেন তাঁর এলাকা ভবানীপুর। বৃহস্পতিবার সকাল সকাল এই কালো পাঞ্জাবি আর হলুদ ডিজাইনার চাদর গায়ে প্রচারে নামেন মদন। হাতে গোলাপ...মুখে জোড়াফুল...। আর তারপরই ছুটলেন গান রেকর্ড করতে। গাইলেন ... ''ইয়েস আই অ্যাম এ কালারফুল বয়, তবে বেশি কালারফুল নয়''
আরও পড়ুন : Madan Mitra: 'মদন একটু কালারফুল ছেলে', ‘রঙিন’ প্রশংসা মমতার
মদন মিত্রর রঙিন মেজাজের কথা এবার খোদ তৃণমূলনেত্রীর মুখে। বুধবারের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রসিকতা করে বলেন, মদন একটু কালারফুল ছেলে। তবে বেশি কালারফুল হলে সমস্যা। একথা শুনে মঞ্চে হাসির রোল ওঠে। ভোটের প্রচারের মঞ্চ হোক কিংবা বিধানসভার আঙিনা! ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজনীতিতে রং ছড়ায় মদন মিত্রের পাঞ্জাবি! তিনি কেতাদুরস্ত। নায়িকাদের সঙ্গে দোল খেলেন। নায়কের মতো বাইক ছোটান স্বচ্ছন্দে! আবার গান করেন নিজ ভঙ্গিমায়! বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল তাঁর গান 'ওহ লাভলি'। আজ আবার গাইলেন, 'ইয়েস আই অ্যাম এ কালারফুল বয়, তবে বেশি কালারফুল নয়'
মদন মিত্র রাজনৈতিক আক্রমণও করেন রঙিন মেজাজে। দিলীপ ঘোষের ঝাঁঝালো মন্তব্যের পাল্টা জবাবে মদন বলেন, 'উনি জানেন ওনার পার্টিকে কী ভাবে ড্যামেজ করতে হয়, উনি এমন এমন কথা বলে দেন ওঁর পার্টির ইমেজই খারাপ হয়। উনি মনে হয় বিজেপির বিরুদ্ধে আমাদের হয়ে কাজ করছেন''
আপাতত মদন মিত্রের বায়োপিক নিয়ে পড়ে গিয়েছে হইচই। সব ঠিকঠাক চললে ২০২২ এ দেখা যেতে পারে মদনের বায়োপিক। পরিচালনায় থাকবেন রাজা চন্দ। বায়োপিক নিয়ে উচ্ছ্বসিত বিধায়ক স্বয়ংও।