Kolkata Metro: রবিবারও গঙ্গার নিচে ছুটবে মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা?
West Bengal News: সপ্তাহের অন্যান্য দিনের থেকে কিছুটা বদল হয়েছে সূচিতে। রবিবার প্রথম মেট্রো মিলবে দুপুর ২টো ১৫ নাগাদ এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪৫ মিনিটে।
কলকাতা: দুর্গাপুজোর আগে গঙ্গার দুপাড়ের বাসিন্দাদের জন্য বড় ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। সপ্তাহের অন্যান্য দিনের মতোই রবিবারও হাওড়া ময়দান- এসপ্ল্য়ানেড পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রিন লাইনে রবিবারও ছুটবে মেট্রো। রবিবার প্রথম মেট্রো মিলবে দুপুর ২টো ১৫ নাগাদ এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪৫ মিনিটে।
বড় ঘোষণা কলকাতা মেট্রোর: মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "কলকাতাবাসী ও হাওড়াবাসীর জন্য সুখবর। গ্রিন লাইনে (হাওড়া ময়দান- এসপ্ল্য়ানেড) মেট্রো রেল চালু হয়েছিল ১৫ মার্চ। এতদিন পর্যন্ত সোমবার থেকে শনিবার এই রুটে মেট্রো চালাতাম। এবার থেকে রবিবারও মেট্রো চলবে। তবে সূচিটা একটু আলাদা। ১ সেপ্টেম্বর দুপুর ২টো ১৫ থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেব। প্রত্যেক ১৫ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে মেট্রো। আপাতত পরীক্ষামূলকভাবে চালাচ্ছি।''
অগাস্ট মাস থেকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে পরিষেবা বাড়ানো হয়েছে। চলতি মাস থেকে এই রুটের দুই প্রান্তিক স্টেশন অর্থাৎ কবি সুভাষ এবং হেমন্ত মুখার্জি স্টেশন থেকে সকাল আটটা ছাড়ছে প্রথম মেট্রো। একইভাবে শেষ মেট্রো ছাড়ছে রাত আটটায়। গত ৫ অগাস্ট থেকে দিনভর ৭৪টি ট্রেন ছুটছে এই রুটে। এই নিয়ম চালু হওয়ার আগে পর্যন্ত শনিবার মেট্রো পরিষেবা ছিল না। ৫ অগাস্ট থেকে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পাচ্ছেন শনিবারও। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলছে এই রুটে। শুধুমাত্র রবিবার বন্ধ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: নির্যাতিতার দেহ ঢাকা চাদর বারবার বদল? আরজি কর কাণ্ডে এবার নয়া রহস্য