Kolkata Metro : শনি ও রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে, অন্যদিনগুলিতে নতুন রুটে কটা অবধি মিলবে পরিষেবা ?
PM Modi On Kolkata Metro : পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে, মেট্রোর নতুন রুটে কটা থেকে কটা অবধি মিলবে পরিষেবা ? কবে থাকবে বন্ধ ?

কলকাতা: এক সফরে প্রশাসনিক সভা, রাজনৈতিক সভা, মেট্রো লাইনের উদ্বোধন, শুক্রবার রাজ্য়ে ঠাসা কর্মসূচি নরেন্দ্র মোদির। পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে। ১ দিনে মেট্রোয় জুড়ছে ১৪ কিলোমিটার রাস্তা। শুক্রবার, মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন, 'গ্র্যাজুয়েশনে ৪৫ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারেন..', নির্দেশ সুপ্রিম কোর্টের, কতটা সময় দেবে SSC ?
যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর...দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফর করবেন প্রধানমন্ত্রী। তারপর একই রুটে ফিরবেন তিনি।তার আগে, প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন,কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সবসময়ই আনন্দের, কারণ এই শহরের উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরের পাশাপাশি, IT হাব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। শুক্রবার মেট্রো পথে জুড়ছে দমদম বিমানবন্দর।
নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। এর ফলে, দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো পথে যুক্ত হবে কলকাতার বিমানবন্দরও!এখন যেহেতু একাধিকরুটে মেট্রো চলে, তাই নোয়াপাড়া-দমদম বিমানবন্দর মেট্রো পথে যুক্ত হলে সুবিধা হবে যাত্রীদের। এয়ারপোর্ট থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া লাগবে ৫ টাকা। দমদম পর্যন্ত আসতে লাগবে ৩০ টাকা।হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত, ৭০ টাকা।
এর পাশাপাশি এবার, মেট্রো পথে যুক্ত হবে ধর্মতলা-শিয়ালদা। এর ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে। যাত্রীদের সময় বাঁচবে। আধ ঘণ্টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা থেকে ধর্মতলা, পৌঁছে যাওয়া যাবে মাত্র তিন মিনিটেই। এই রুট চালু হলে, একদিনে দু-লক্ষ যাত্রী বাড়তে পারে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট ব্যবধানে মেট্রো চলবে। শুক্রবার, সন্ধে থেকেই চালু হয়ে যাবে পরিষেবা। সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে।
অন্যদিকে, এতদিন নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল। সেটাই এবার চলবে বেলেঘাটা পর্যন্ত। সোমবার থেকে, নোয়াপাড়া-দমদম বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে।সকাল ৮ থেকে ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে।






















