Illegal Parking : বেআইনি পার্কিং রুখতে অ্যাপ আনছে কলকাতা পুরসভা, কীভাবে কাজ ?
Kolkata News : পুরসভা সূত্রে খবর, নতুন এই অ্যাপ চালু হলে, একদিকে কর্মীর যেমন কম লাগবে, তেমনই কলকাতা পুরসভার খরচ কমবে।
অনির্বাণ বিশ্বাস, কলকাতা : বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু করবে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এই অ্যাপে এক যোগে কাজ করবে রাজ্য পরিবহণ দফতর ও কলকাতা পুলিশ (Kolkata Police)।
বারবার সতর্ক করা হলেও, রাশ টানা যায়নি কলকাতায় বেআইনি পার্কিং-এর (Kolkata Illegal Parking) প্রবণতায়। এবার বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু করবে কলকাতা পুরসভা। এই অ্যাপে এক যোগে কাজ করবে রাজ্য পরিবহণ দফতর ও কলকাতা পুলিশ। এবিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোথাও বেআইনি পার্কিং দেখলে সংশ্লিষ্ট বিভাগের পুরকর্মীরা সেই গাড়ির নম্বরের ছবি তুলে অ্যাপে পাঠাবে।
এরপর রাজ্য পরিবহণ দফতরের তরফে সেই নম্বরের মাধ্যমে সমপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। যে ব্যক্তি বেআইনি পার্কিং করছেন, তাঁর কাছে অনলাইনে জরিমানার নোটিস পাঠানো হবে কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) বলেছেন, 'ফাইন দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়া হবে। ফাইনের টাকা ঢুকবে পুর কোষাগারে। অন্যদিকে কাঁটা লাগানোর যে প্রসেস রয়েছে তা খরচ সাপেক্ষ ছিল। এবার থেকে গোটা প্রক্রিয়ায় অ্যাপের মাধ্যমে হওয়ায়, গাড়িতে কাঁটা লাগানোর প্রয়োজন পড়বে না।'
পুরসভা সূত্রে খবর, নতুন এই অ্যাপ চালু হলে, একদিকে কর্মীর যেমন কম লাগবে, তেমনই কলকাতা পুরসভার খরচ কমবে। কারণ এতদিন ধরে বেআইনি গাড়ি ধরা তাকে বাজেয়াপ্ত করা, এই সমস্ত কাজের জন্য প্রচুর কর্মীর প্রয়োজন হত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।