Firhad Hakim : মেয়র মানলেন বেহাল নিকাশি, খারাপ রাস্তার অভিযোগ, আধিকারিকদের তিরস্কার ফিরহাদের
Kolkata Municipal Corporation : KEIIP-র কাছ থেকে ৩১টি রাস্তা মেরামতির কাজ নিজেদের হাতে নিচ্ছে কলকাতা পুরসভা (KMC)।
অনির্বাণ বিশ্বাস, কলকাতা : কলকাতার সংযুক্ত এলাকায় বেহাল নিকাশি, খারাপ রাস্তা এবং পুর পরিষেবায় গাফিলতির অভিযোগ কার্যত মেনে নিলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। সূত্রের খবর, শনিবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) জল সরবরাহ, সড়ক ও নিকাশি বিভাগের সঙ্গে বৈঠকে আধিকারিকদের তিরস্কার করেন তিনি। KEIIP-র কাছ থেকে ৩১টি রাস্তা মেরামতির কাজ নিজেদের হাতে নিচ্ছে কলকাতা পুরসভা (KMC)।
বেহাল নিকাশি। ভাঙাচোরা রাস্তা। পরিকাঠামো এবং পুর পরিষেবা নিয়ে কলকাতা পুরসভার সংযুক্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ নতুন নয়। এবার এই অভিযোগ কার্যত মেনে নিলেন কলকাতার মেয়র। সূত্রের খবর, শনিবার কলকাতা পুরসভার জল সরবরাহ, সড়ক ও নিকাশি বিভাগের সঙ্গে বৈঠকে আধিকারিকদের তিরস্কার করেন ফিরহাদ হাকিম। কাজের গতি শ্লথ এবং পরিকল্পনাহীনভাবে কাজ হওয়ায় নিকাশি পরিকাঠামো ও রাস্তা বেহাল বলে অভিযোগ করেন তিনি।
কলকাতা পুরসভার ৩ বিভাগের আধিকারিকদের ধমকও দেন। কলকাতা পুরসভার সংযুক্ত এলাকায় পানীয় জল সরবরাহ এবং নিকাশি পরিকাঠামোর কাজ চলছে। সূ্ত্রের খবর, ২ হাজার ৩০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ গোড়া থেকেই ত্রুটিপূর্ণ হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে গাফিলতি রয়েছে তার প্রমাণ পেয়েছেন মেয়র। তাই ৩১টি রাস্তা মেরামতির কাজ KEIIP-র থেকে নিজেদের হাতে নিচ্ছে কলকাতা পুরসভা।
সূত্রের আরও খবর, বৈঠকে উঠে এসেছে শহরের মোট ৩১টি রাস্তা কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বেহাল হয়ে রয়েছে। ১৬ থেকে ১৭টি জায়গার নিকাশি পরিকাঠামো বেহাল। জানা গিয়েছে, এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, KEIIP যে রাস্তাগুলো খুঁড়ে পাইপ বসিয়েছে, সেগুলি এবার থেকে কলকাতা পুরসভা মেরামত করবে। মেরামতির জন্য় অর্থ দেওয়া হবে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের খাত থেকে KEIIP-র অধীনে নবনির্মিত নিকাশি পাম্পিংস্টেশনগুলো খতিয়ে দেখে আশ্বস্ত হয়ে হাতে নেবে কলকাতা পুরসভা। পুর আধিকারিকরা সার্টিফিকেট দিলে তবেই টাকা পাবেন ঠিকাদাররা ।
সূত্রের খবর, পরবর্তী ধাপের কাজের মাস্টার প্ল্যান কলকাতা পুরসভা ও কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্প বিভাগের আধিকারিকরা বসে ঠিক করবেন।খারাপ রাস্তাগুলো আপাতত কালো পেভার ব্লক দিয়ে মেরামত করা হবে। কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের আধিকারিকদের বৈঠকে বসে কাজ শেষের সময়সীমা ঠিক করার নির্দেশ দিয়েছেন মেয়র।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন