Online Fraud : OTP বা CVV নম্বর ছাড়াই গায়েব অ্যাকাউন্টের টাকা ! আধার এনাবলড পেমেন্ট সিস্টেমে প্রতারণার অভিযোগ
আধার এনাবলড পেমেন্ট সিস্টেম বা AEPS-র মাধ্যমে প্রতারণার হাত থেকে বাঁচবেন কী করে ?
পার্থপ্রতিম রায়, কলকাতা : আধার এনাবলড পেমেন্ট সিস্টেম বা AEPS-এর মাধ্যমে প্রতারণার অভিযোগ পঞ্চসায়রের বাসিন্দার। কোনও OTP বা CVV নম্বর ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ। ব্যাঙ্ক, পঞ্চসায়র থানা (Pancha Sayar Police Station) এবং লালবাজারের সাইবার ক্রাইমে (Cyber Crime) অভিযোগ করেছেন ওই ব্যক্তি।
এবার প্রতারণার নতুন ফাঁদ ! অজানা কোনও লিঙ্কে ক্লিক নয়, কাউকে OTP বা CVV ও শেয়ার না করে, এমনকী কোনও অ্যাপ ডাউনলোড না করেও প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। ভাবছেন কী করে ? সাইবার প্রতারকদের নতুন হাতিয়ার আধার এনাবলড পেমেন্ট সিস্টেম বা AEPS। নতুন সিম কার্ড নেওয়া বা জমি-বাড়ি রেজিস্ট্রি করার সময় আমাদের বায়োমেট্রিক প্রমাণ (Bio-Metric Proof) বা আঙুলের ছাপ দিতে হয়। আর, আধার কার্ড তৈরির সময়ও নেওয়া হয় ৫ আঙুলের ছাপ। এই বায়োমেট্রিক তথ্য চুরি করেই করা হচ্ছে প্রতারণা।
যেমন হয়েছে, পঞ্চসায়রের বাসিন্দা পবিত্র সরকারের। পেশায় গৃহশিক্ষক সম্প্রতি দেখেন, আধারের সাইট থেকে তাঁর কাছে একাধিক মেল আসছে। এরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ১০ হাজার টাকা। ব্যাঙ্ক, পঞ্চসায়র থানা এবং লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন পবিত্র।
আধার এনাবলড পেমেন্ট সিস্টেম বা AEPS-র মাধ্যমে প্রতারণার হাত থেকে বাঁচবেন কী করে ? সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেছেন, 'মাই আধার অ্যাপ ইনস্টল করে, সেখানে আধার কার্ড রেজিস্ট্রার করে, বায়েমেট্রিক লক চালু করে দিতে পারি, তাহলে এই স্ক্যাম করা ডিফিকাল্ট হয়ে যাবে।'
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এত সূক্ষ্ম মোড়কে এই ফাঁদ পাতা হয়, খুব সচেতন না থাকলে বিপদ অনির্বার্য।
আরও পড়ুন- মেট্রো-বিভ্রাটে সমস্যায় কয়েক হাজার যাত্রী, ট্রামে-বাসে-অটোয় বাদুড়ঝোলা ভিড়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন