New Garia- Airport Metro : গতি পাচ্ছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর রুটের কাজ, পিলার তৈরির জন্য চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ শুরু
কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, চিংড়িঘাটা মোড় থেকে ক্য়ানেল সাউথ রোড দিয়ে শুধুমাত্র শিয়ালদার দিকে যান চলাচল করবে। ফিরতি পথে ইএম বাইপাসের দিকে যাওয়ার জন্য চাউলপট্টি রোড দিয়ে আসতে হবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : গতি পাচ্ছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর কাজ। মেট্রো রেলের পিলার তৈরির কাজের (Pillar Construction) জন্য চিংড়িঘাটা মোড়ে শুরু হয়েছে যান নিয়ন্ত্রণ। পিলারের কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে কিছুটা অংশ ঘিরে দেওয়া হয়েছে। এর জেরে যানজট কমাতে ক্য়ানেল সাউথ রোড ও চাউলপট্টি রোডে একমুখী যান চলাচল করবে।
নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর রুটে (New Garia-Airport Metro) বসানো হবে নতুন পিলার। আর সেইজন্য চিংড়িঘাটা মোড়ে শুরু হয়েছে যান নিয়ন্ত্রণ। বেলেঘাটা মেট্রো স্টেশনের পরে এলিভেটেড লাইন পাতার কাজ দীর্ঘ সময় ধরে এগোয়নি। অন্যদিকে, মেট্রোপলিটন ঝিলপাড় পর্যন্ত এলিভেটেড লাইন পাতা হয়েছে। মেট্রো সূত্রে খবর সেই কাজে গতি আনতে, এবার বেলেঘাটা স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত সংযুক্তিকরণের কাজ শুরু হচ্ছে। সাড়ে ৩৫০ মিটার এলিভেটেড লাইন চিংড়িঘাটা উড়ালপুলের পাশ দিয়ে সমান্তরালভাবে যাবে।
পিলার তৈরির কাজ শুরু হওয়ায় চিংড়িঘাটা মোড়ের কাছে কিছুটা অংশ ঘিরে দেওয়া হয়েছে। এর জেরে শুরু হয়েছে যান নিয়ন্ত্রণ। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, চিংড়িঘাটা মোড় থেকে ক্য়ানেল সাউথ রোড দিয়ে শুধুমাত্র শিয়ালদার দিকে যান চলাচল করবে। ফিরতি পথে ইএম বাইপাসের দিকে যাওয়ার জন্য চাউলপট্টি রোড দিয়ে আসতে হবে।
আরও পড়ুন- সাড়ে ৬ ঘণ্টায় সমুদ্র সৈকতে পাড়ি, হাওড়া-পুরী বন্দেভারতের টিকিট বুকিং শুরু
এর ফলে, অফিস টাইমে বেশ কিছুটা সময় হাতে নিয়ে বেরোতে হবে। নইলে পড়তে হতে পারে যানজটের সমস্য়ায়।
আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?
এদিকে, পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা। মাঝেরহাট মেট্রো স্টেশন পরিদর্শনের পর জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন মোট্রো কর্তারা। ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় মেট্রোর কাজ। মাঝেরহাটের যেখানে নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়, সেখানে মেট্রো প্রকল্পের কাজ নিয়ে তৈরি হয় জটিলতা । নতুন মাঝেরহাট ব্রিজের গা ঘেঁষে মেট্রোর পিলার বসানো ঘিরে রেল ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলে। সব জট কাটিয়ে মাঝেরহাটে মেট্রো প্রকল্পের কাজ চলছে পুরো দমে। ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন মেট্রো কর্তারা।