Kolkata News: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতায় আরও ৪ শিশুর মৃত্যু
Kolkata Child Death : অ্য়াডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতায় আরও চার শিশুর মৃত্যু । কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়েছে।
কলকাতা: রাজ্যজুড়ে ভয়াবহ আকার নিচ্ছে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ। এই অ্য়াডিনো-আতঙ্কের ( Adeno Phobia) মধ্যেই কলকাতায় আরও চার শিশুর মৃত্যু (Death) হল। কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College Hospital) ও বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) চার শিশুর মৃত্যু হয়েছে।
কলকাতায় মৃত্যু আর ৪ শিশুর
গতকালের পর ফের আজ। কলকাতায় মৃত্যুর মুখে ঢলে পড়ল ৪ শিশু। জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে দুই শিশু ভর্তি ছিল। হাসপাতাল সূত্রে খবর, কলকাতা মেডিক্যালে ভর্তি দুই শিশুরই নিউমোনিয়া ছিল। এর মধ্যে মধ্যমগ্রামের ৬ মাসের এক শিশু সংক্রমিত ছিল অ্যাডিনো ভাইরাসে। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মৃত অন্য শিশু হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। জ্বর-শ্বাসকষ্ট থাকায় তাকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে। বিসি রায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুই ভুগছিল নিউমোনিয়ায়।
অন্যদিকে, এই অ্য়াডিনো-আতঙ্কের মধ্যেই বেড সঙ্কটও দেখা দিয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের জন্য় হাহাকার। প্রায় সবখানেই ভর্তি পেডিয়াট্রিক ICU। উদ্বেগের মধ্যেই সরকারি হাসপাতালগুলিতে গেলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। স্বাস্থ্য ভবনে শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করলেন দফতরের আধিকারিকরা।
করোনার ভয়ঙ্কর স্মৃতি উসকে দিচ্ছে অ্যাডিনো। একের পর এক হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মৃত্যু মিছিল। কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে, শিশু ভর্তির সংখ্য়াটা হাজারেরও বেশি। এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, বেলেঘাটা আইডিতে শিশুদের নতুন ওয়ার্ড করা হবে। বিসি রায় হাসপাতালের চাপ কমাতে বেলেঘাটা আইডিতে ৫০ বেডের ওয়ার্ড। শিশু বিভাগ থাকা হাসপাতালগুলিকে আরও ২ সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ। ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ নজরদারিতে রাখার নির্দেশ স্বাস্থ্যদফতরের। জেলা থেকে অপ্রয়োজনীয় রেফার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের। করোনার মতোই কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলায় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ। শুধু তাই নয় কোনও শিশুর মৃত্য়ু হলে, মৃত্য়ুর কারণ পর্যালোচনা করতে হবে।
এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও। সোমবার বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। বি সি রায় শিশু হাসপাতালের ফুলবাগান ও বেলেঘাটা দুই ক্যাম্পাস ও কলকাতা মেডিক্যাল কলেজে যান তিনি। রোগীর চাপ সামলাতে কোভিড কালের মতো জরুরি কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এদিকে, বিসি রায় শিশু হাসপাতালের ফুলবাগান ক্যাম্পাসে রোগীর চাপ কিছুটা কমাতে, বেলেঘাটা ক্যাম্পাসকে যথাযথভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।