Kolkata News: সোশ্যালে পরিচয়, স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে আসে গৃহবধূ, ট্রলিতে দেহ ভরে বাগুইআটিতে পাচারকাণ্ডে হাড় হিম করা তথ্য !
Baguiati Murder Case: খুনের পর দেহ ট্রলিতে দেহ ভরে বাগুইআটিতে পাচার! পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য..

রঞ্জিত সাউ, কলকাতা: বারাসাতে খুন মুর্শিদাবাদের তরুণী। খুনের পর দেহ ট্রলিতে দেহ ভরে বাগুইআটিতে পাচার! অভিযুক্ত কৌশিক প্রামাণিককে গ্রেফতার পুলিশের। নিহত তরুণী মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা রিয়া ধর, খবর পুলিশ সূত্রে।
আরও পড়ুন, ৪৮ ঘণ্টা পার, এখনও খোঁজ মেলেনি হুগলির বাসিন্দার, BSF জওয়ানকে আটক করে কোথায় নিয়ে গেল পাকিস্তান ?
পুলিশ সূত্রে খবর, ফেসবুকে ৩ মাস আগে পরিচয় বারাসাতের কৌশিকের সঙ্গে নবগ্রামের রিয়ার। ১৫ দিন আগে স্বামীকে ছেড়ে কৌশিকের কাছে চলে আসে রিয়া। বাড়ি থেকে চলে আসার সময় সোনার গয়না ও টাকা নিয়ে এসেছিলেন তরুণী। কৌশিক তা হাতিয়ে নেওয়ার পর আর সম্পর্ক রাখতে চাইছিলেন না। বিয়ের জন্য জোরাজুরি করাতেই তরুণীকে খুন করা হয়েছে অনুমান পুলিশের।পুলিশ সূত্রে খবর, ২১ এপ্রিল শ্বাসরোধ করে খুন করা হয় রিয়া ধরকে। ২২ এপ্রিল: রাস্তায় পড়ে থাকা ট্রলি ব্যাগ খুলতেই মেলে তরুণীর দেহ। খুন করার পর দেহ ট্রলিতে ভরে ক্যাব ভাড়া করে বাগুইআটি ঢোকেন কৌশিক। ক্যাব চালকের সঙ্গে কথা বলে পুলিশ, জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তর খোঁজ পায় পুলিশ। সিসি ফুটেজ দেখে ও মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিযুক্ত গ্রেফতার।
সিসিটিভিতে দেখা যাচ্ছে, ২১ তারিখ রাত ৮.১৩ থেকে ৮.১৪-র মধ্যে দেশবন্ধুনগর দিয়ে ট্রলি টানতে টানতে যাচ্চে। স্থানীয় আবাসনের ৩ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে । ফুটেজ পুলিশও সংগ্রহ করেছে। ট্রলিব্যাগ টানতে টানতে রাস্তা ধরে এগিয়ে চলেছেন এক ব্যক্তি। ট্রলি নিয়ে যাওয়া ব্যক্তিকে মার্ক করতে হবে, দেখে বোঝার উপায় নেই, এক ঠান্ডা মাথার খুনি তাঁর প্রেমিকাকে খুন করে ট্রলিব্য়াগে দেহ ভরে সেটাই লোপাট করতে চললেন!!বারাসাতে খুন। ট্রলিব্যাগে দেহ ভরে প্রায় ১৭ কিলোমিটার দূরে বাগুইআটিতে পাচার। তারপরেও শেষ রক্ষা হল না। খুনের অভিযোগে সেই গ্রেফতারই হতে হল নিহত যুবতীর প্রেমিককে।
বাগুইআটিতে ট্রলিকাণ্ডের তদন্তে নেমে খুনের কিনারা করল পুলিশ। সিসিটিভি ফুটেজ আর মোবাইলের টাওয়ার লোকেশনই ধরিয়ে দিল রিয়া ধরের খুনিকে। গত ২২ এপ্রিল, মঙ্গলবার বাগুইআটির প্রতিবেশী পাড়ায় নর্দমার ধারে পরিত্যক্ত জমিতে পড়ে থাকা একটি ট্রলি থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম রিয়া ধর। দুই সন্তানের মা তিরিশ বছরের রিয়ার শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের নবগ্রামে। ৩ মাস আগে ফেসবুকে বারাসাতের বাসিন্দা কৌশিক প্রামাণিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৫ দিন আগে স্বামী ও সন্তানকে ছেড়ে নবগ্রাম থেকে বারাসাতে চলে আসেন রিয়া।নবগ্রাম থানায় মিসিং ডায়ের দায়ের করেন যুবতীর স্বামী।
পুলিশের প্রাথমিক অনুমান, পালিয়ে আসার সময় সঙ্গে সোনার গয়না ও টাকা নিয়ে এসেছিলেন তরুণী।কৌশিক তা হাতিয়ে নেওয়ার পর আর সম্পর্ক রাখতে চাইছিলেন না। বিয়ের জন্য জোরাজুরি করাতেই তরুণীকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, ২১ তারিখ দুপুরে শ্বাসরোধ করে খুন করা হয় রিয়া ধরকে। সেই দিনই রাত ৮.১৩ থেকে ৮টা ১৪-র মধ্যে বাগুআটির দেশবন্ধুনগর এলাকায় একটি আবাসনের সিসি ক্য়ামেরায় ধরা পড়েছে এই ছবি, যেখানে কৌশিক ট্রলিব্যাগ টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে।






















