Durga Puja: ৭৮ এ পড়ল পা, শিল্প বৈচিত্রে সেরার শারদ সম্মান চালতাবাগান সর্বজনীনের
Chaltabagaan Sarvajanin: মানিকতলার কাছে চালতাবাগান সর্বজনীনের পুজো এবার ৭৮ বছরে পা দিল। থিমের নাম, যাপনের উদযাপন।
কলকাতা: মানিকতলার কাছে চালতাবাগান সর্বজনীনের ( Chaltabagaan Sarvajanin ) পুজো এবার ৭৮ বছরে পা দিল। থিমের নাম, যাপনের উদযাপন। দুর্গাপুজোর পাশাপাশি, দেশে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া সব ধরনের শিল্প কর্মকে একই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবিপি আনন্দর (ABP Ananda) শিল্প বৈচিত্রে সেরার শারদ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন।
পুজোয়, বিভিন্ন শিল্পকে আমাদের রাজ্যে, আমাদের কলকাতায় উঠে আসতে দেখেছি। কিন্তু একই সঙ্গে এতগুলি শিল্প, সেটা কিন্তু খুব বেশি দেখা যায় না। চলতি বছরে কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কিন্তু তার আগেও বেশ কয়েকটি শিল্প, গোটা দেশে যারা ইতিমধ্যেই সেই তকমা পেয়ে গিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের পুরুলিয়ার ছৌ নাচ যেমন রয়েছে, তেমনই কেরল, রাজস্থান এ। সেখানে একটা সিম্বলিক করে দেখানো হচ্ছে, কারণ কুম্ভ মেলাও এখানে অংশীদার। সবটা মিলিয়ে সব শিল্পকেই একটু একটু করে মিলিয়ে ধরার চেষ্টা করা হয়েছে। আর সেই ছোঁয়াটাই কিন্তু অন্যান্য পুজো থেকে অনোন্য করে দিয়েছে। সবটা মিলিয়েই এবছর, এখানে কোথাও দেখা যাবে রাজস্থানের লোকনৃত্য, পুরুলিয়ার ছৌ নাচ এবং সবের মাঝে মা দুর্গা রয়েছেন তাঁর আসনে। আর এছরের সেরার পুজো হিসেবেই এবিপি আনন্দর শিল্প বৈচিত্রে সেরার শারদ সম্মান জিতে নিয়েছে চালতাবাগান সর্বজনীন।
আরও পড়ুন, ভূরিভোজ, পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, কলকাতার পুজো শেষ হলেই শুরু কানাডার এই পুজো
কলকাতায় ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। দিনভর ঠাকুর দেখা শুরু, যদি কোনও সেরা পুজো বাদ পড়ে যায়, তাই স্কুলের কচিকাচারা কোনও পুজোই বাদ দিতে চান না। তার উপর আবার হাওয়া অফিস জানিয়েছে, পুজোয় এবারও বৃষ্টির আশঙ্কা। মহাষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সপ্তমী থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর। সুতরাং পুজো দেখতে পরিবারকে নিয়ে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। সাবধানে দেখুন পুজো।
কলকাতার পুজোর নির্ঘণ্ট দেখুন একনজরে
মহালয়া ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
মহাপঞ্চমী ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার
মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার
মহাঅষ্টমী ৩ অক্টোবর ২০২২ সোমবার
মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
মহাদশমী ৫ অক্টোবর ২০২২ বুধবার
কোজাগরী লক্ষ্মী পুজো ৯ অক্টোবর ২০২২, রবিবার
বিস্তারিত আসছে...