Mamata Banerjee: রেড রোডে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মমতার
CM Mamata on 74th Republic Day: কলকাতায় পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। রেড রোডে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: রেড রোডে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। কলকাতায় পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো। গতকাল থেকেই রেড রোড-সহ কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা।
সারা দেশের পাশাপাশি ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন কলকাতায়
দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। কলকাতাতেও ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন সাড়ম্বরে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো। রাজ্য সরকারের ট্য়াবলোর থিম দুর্গাপুজো। এছাড়াও যুব কল্যাণ দফতর ও রাজ্য পুলিশের ট্য়াবলো রয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সমরাস্ত্র প্রদর্শন সেনাবাহিনীর। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা। রেড রোডে মোতায়েন রয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী। বুধবার রাত ১০টা থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ-সহ গাড়ি পার্কিংয়েও কড়াকড়ি করা হয়েছে।
West Bengal CM Mamata Banerjee lays a wreath at the statue of Netaji Subhas Chandra Bose at Kolkata's Red Road, on #RepublicDay pic.twitter.com/GhahIgUAv4
— ANI (@ANI) January 26, 2023
দিল্লিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত, কর্তব্যপথ মুড়ে ফেলা হয়েছে হাই রেজলিউশনের প্রায় ১৫০ সিসি ক্যামেরায়
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বরাবরের মতো এ বারও দিল্লিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্যই ৬ হাজার সেনা নামানো হয়েছে। কর্তব্যপথ মুড়ে ফেলা হয়েছে হাই রেজলিউশনের প্রায় ১৫০ সিসি ক্যামেরায়। এ বারে প্রজাতন্ত্র দিবসে মিশরের সশস্ত্র বাহিনীও ভারতীয় সেনার সঙ্গে কুচকাওয়াজে অংশ নিচ্ছে। তাতে মিশরের ১৪৪ জন সৈনিক থাকছে, মিশরীয় সেনার ১৪৪টি শাখার প্রতিনিধি হিসেবে। এ বারের প্রজাতন্ত্র দিবস উদযাপন নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, স্বাধীনতার ৭৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্যম, উদ্দীপনা, দেশভক্তি এবং জনগণের সার্বিক যোগদানকে তুলে ধরতে চাইছেন। এ বারের প্রজাতন্ত্র দিবসে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭টি এবং বিভিন্ন মন্ত্রকের ৬টি ট্যাবলো রয়েছে। তাতে নয়া ভারতের আধুনিক রূপকেই তুলে ধরা হচ্ছে, যার মধ্যে থাকছে স্বদেশি ক্ষমতা, সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন।
আরও পড়ুন, দেশজুড়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন, রেড রোডে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
কেন্দ্রের ও বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশকর্মীকে সম্মানিত করা হচ্ছে
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রের ও বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশকর্মীকে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ১৪০ জন বীরত্বের জন্য পুলিশ পদক (Police Medal for Gallantry) পাচ্ছেন ৷ ৯৩ জন রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন। ৬৬৮ জন প্রংশসনীয় দেশের সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন। পিআইবি সূত্রে এই খবর জানানো হয়েছে, ১৪০টি বীরত্ব পুরস্কারের মধ্যে মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে ৮০ জন কর্মী এবং জম্মু ও কাশ্মীরের ৪৫ জন কর্মীকে পুরস্কৃত করা হচ্ছে। বীরত্ব পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন সিআরপিএফ থেকে ৪৮ জন, মহারাষ্ট্রের ৩১ জন, জম্মু ও কাশ্মীর পুলিশের ২৫ জন ৷