Smriti Irani: কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি: বিস্ফোরক স্মৃতি ইরানি
Smriti Irani on Central Govt Project :'কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি', মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক স্মৃতি ইরানি।
কলকাতাঃ 'কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি (Corruption)', মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক স্মৃতি ইরানি (Smriti Irani)। এদিন স্মৃতি ইরানি বলেন, ‘বাংলার গ্রামে স্থানীয় প্রশাসন মানুষের সমস্যার সমাধানে নজর দেয় না। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রের প্রকল্পের (Central Govt Project) সুবিধা পায় না গ্রামের মানুষ। কেন্দ্রের প্রকল্প নিয়ে ভেদাভেদের রাজনীতি বন্ধ হোক।'
আরও পড়ুন,মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলাভাগ হতে দেব না : অভিষেক
এদিন স্মৃতি ইরানি আরও বলেন, 'কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি।ওড়ার গ্রামাঞ্চলে মানুষের অসুবিধার কথা জেলা প্রশাসনকে জানিয়েছি। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পক্ষপাত না করে গ্রামের মানুষের পাশে দাঁড়ানো উচিত।' প্রসঙ্গত, একুশের বিধানসভায় কেন্দ্রীয় প্রকল্পকে হাতিয়ার করে একের পর এক জন সভা করেন মোদী-শাহ-রা। যেখানে কেন্দ্রীয় আবাস যোজনা থেকে শুরু করে কৃষি-সহ একাধিক খাতে অর্থদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। মোদি-শাহ-র তরফে উলটে পরিসংখ্যান দিয়ে বলা হয়,' কেন্দ্র পাঠালেও সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাংলার সাধারণ মানুষ। বাংলার ডবল ইঞ্জিনের সরকার এলে আর এটা হবে না।'
এদিন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ তুলে স্মৃতি ইরানি বলেন, 'সাধারণ পরিবারের মেয়ে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আশা করব বাংলার মানুষ দ্রৌপদী মুর্মুর পাশে থাকবেন। সাধারণ পরিবার থেকে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। দরিদ্র ও আদিবাসী পরিবারের পাশে দাঁড়ান।' উল্লেখ্য, জুন মাসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু। তারপরে নিজেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু ফোন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও।
নির্বাচনের আগেই প্রতিটা রাজ্যেই ভোটে সমর্থন চেয়ে দ্রৌপদী মুর্মুর সফরের কথা রয়েছে। আর সেই সূত্রেই এবার একদিনের সফরে ৯ জুলাই দ্রৌপদী মুর্মুর আসার কথা ছিল কলকাতায়। কিন্তু আচমকা কিন্তু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায়, দ্রৌপদী মুর্মুর রাজ্য সফর পিছিয়ে যায়। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,' বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের। দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাই জয়ের সম্ভাবনা বেশি।'