Doctors Admission: জাল নথি দিয়ে NRI কোটায় ডাক্তারিতে ভর্তি, কোটি কোটি টাকা লেনদেন! রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি
ED Raid:সকাল সকাল যাদবপুরে KPC মেডিক্যাল কলেজ, সল্টলেকে KPC মেডিক্যাল কলেজের ডিরেক্টরের আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।
কলকাতা: বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমে জাল নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ। মে়ডিক্যালে ভর্তি-দুর্নীতির তদন্তে এবার সক্রিয় ইডি। যাদবপুর, সল্টলেক থেকে শুরু করে দুর্গাপুর, পানাগড়, কাঁকসা, হলদিয়া, বজবজ, বোলপুর--রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি। ভিনরাজ্যেও চলছে অভিযান।
সকাল সকাল যাদবপুরে KPC মেডিক্যাল কলেজ, সল্টলেকে KPC মেডিক্যাল কলেজের ডিরেক্টরের আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।
পাশাপাশি, দুর্গাপুর, বর্ধমানেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ, পানাগড়ের কাছে গৌরীদেবী মেডিক্যাল কলেজ, ওই কলেজের ডিরেক্টরের বাড়ি এবং কাঁকসার মলানদিঘিতে সনকা মেডিক্যাল কলেজ, দুর্গাপুরের বিধাননগরে সনকা মেডিক্য়াল কলেজের ডিরেক্টরের বাড়িতেও চলছে তল্লাশি।
একইভাবে হলদিয়ায় আই কেয়ার মেডিক্যাল কলেজ ও বজবজের জগন্নাথ গুপ্ত মেডিক্যাল কলেজেও হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা।
আরও পড়ুন, দাম বাড়তে পারে কোল্ডড্রিংক্স, সিগারেটের! বিমায় মিলতে পারে বড় ছাড়! GST বৈঠকে নয়া সিদ্ধান্ত?
বোলপুরে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজেও চলছে তল্লাশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, মেডিক্যালে ভর্তি দুর্নীতির তদন্তে এই রাজ্যের বেশ কিছু বেসরকারি মেডিক্যাল কলেজের নাম উঠে এসেছে। যাদের মাধ্যমে জাল নথি জমা দিয়ে NRI কোটায় ডাক্তারিতে ভর্তি হয়েছেন ছাত্রছাত্রীরা। মেডিক্যালে ভর্তি করানোর জন্য কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে মনে করছে ইডি।
অন্যদিকে, স্বাস্থ্য সাথী নিয়ে নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের। অসাধু নার্সিংহোমের চুরি ঠেকাতে একগুচ্ছ নতুন নিয়ম। নির্দিষ্ট app এর সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। হাসপাতালে ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, ওটির আগে,- পরে, ছুটির সময় ছবি পাঠাতে হবে রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্য সাথীর টাকা মেটাবে না সরকার। সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা। সংশ্লিষ্ট নার্সিংহোমকে করা হবে মোটা টাকা জরিমানাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে