Kolkata News: সবুজ বাঁচাতে উদ্যোগ, সাদার্ন অ্যাভিনিউয়ে গাছ কাটায় হস্তক্ষেপ স্থানীয়দের
Stopped Cutting Down Tree: শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে সবুজে ঢাকা সাদার্ন অ্যাভিনিউয়ের বুলেভার্ডে। সকাল ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে, পুরকর্মীরা মেশিনপত্র নিয়ে এসে গাছের মোটা ডাল কাটছেন।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: সাদার্ন অ্যাভিনিউয়ে (Southern Avenue) যথেচ্ছ গাছ কাটা রুখলেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে বুলেভার্ডে গাছ কাটা শুরু করেন পুরসভার (KMC) কর্মীরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় (Kartick Banerjee) ও তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে (TMC MLA Debashis Kumar)। পরে তাঁদের হস্তক্ষেপে বন্ধ হয় গাছ কাটা (Tree Cutting)।
গাছ কাটা রুখলেন স্থানীয় বাসিন্দারা: একেই বলে, ধরে আনতে বললে বেঁধে আনা। পুর কর্তৃপক্ষ বলেছিল গাছ ছাঁটতে। আর কর্মীরা গিয়ে কেটে ফেললেন গাছের বড় বড় ডাল। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে সবুজে ঢাকা সাদার্ন অ্যাভিনিউয়ের (Southern Avenue) বুলেভার্ডে। সকাল ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে, পুরকর্মীরা মেশিনপত্র নিয়ে এসে গাছের মোটা ডাল কাটছেন। স্থানীয় বাসিন্দারা খবর দেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি ও মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে (Kartick Banerjee)।
কার্তিক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানান রাসবিহারীর তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারকে (TMC MLA Debashis Kumar)। এরপর দেবাশিস কুমার এসে কাজ বন্ধ করেন। কলকাতা পুরসভা মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, “গাছের ডাল ছাঁটতে বলা হয়েছিল। এরা ডাল কেটে ফেলেছে। আমি কাজ বন্ধ করতে বলেছি।’’ এই এলাকার সবুজ বাঁচানোর ওপরই জোর দিয়েছেন জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। এদিন বলেন, “আমি ফোন করেছিলাম দেবাশিস কুমারকে। এখানে শৌচালয় হচ্ছে, দোকান হচ্ছে। এখানে কোনওরকম কনস্ট্রাকশন করা উচিত নয়। পরিবেশ বাঁচানো দরকার।’’ এবিষয়ে ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা বসু বলেন, “এর মধ্যে কোনও রাজনীতি নেই।’’আপাতত সাদার্ন অ্যাভিনিউ বুলেভার্ডে গাছ ছাঁটার কাজ স্থগিত রাখা হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।