Kolkata News: IPAC অফিসে হানা কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায়, এবার ED-র বিরুদ্ধে পুলিশের FIR !
Police FIR On ED IPAC Raid: IPAC কর্ণধারের বাড়ি-অফিসে হানা, এবার শেক্সপিয়র সরণি থানায়, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআর !

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : IPAC কর্ণধারের বাড়ি-অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED হানার ঘটনায়, এবার শেক্সপিয়র সরণি থানায়, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআর ! অজ্ঞাতপরিচয় ইডি, সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে, পুলিশের এফআইআর দায়ের করা হয়েছে।
এই এফআইআর এর প্রক্রিয়া বেশ কিছু আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে লালবাজারের তরফে কিছু জানানো হয়নি। দুটো এফআইআর এখনও পর্যন্ত রুজু করা হয়েছে। প্রথম এফআইআর এর অভিযোগকারী পুলিশ আধিকারিকরাই। এত স্বতঃপ্রণোদিত এফআইআর। প্রথমত, এফআইআর-এ পুলিশ আধিকারিকরা বলছেন, শেক্সপিয়র সরণি থানাকে না জানিয়েই, ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযানে এসেছিলেন। দ্বিতীয়ত, এই যে বাড়ি, সেখানে অবৈধ অনুপ্রবেশ হয়েছে। তৃতীয়ত কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীরা, সাতটার পরে, ওই বাড়িতে পৌঁছেছিলেন, তখন অজ্ঞাত পরিচয়ের সিআরপিএফ অফিসারেরা তাঁদের গায়ে হাত দেন। তাঁদের কাজে বাধা দেন, এটা একটা জামিন অযোগ্য অপরাধ বলে দাবি তাঁদের।চতুর্থত, হুমকি। অজ্ঞাত পরিচয় ED অফিশিয়ালদের বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে। আরেক এফআইআর, সেটা জৈন পরিবারের তরফ থেকে দায়ের করা হয়েছে। যেখানে জোর করে আটকে রাখা, এবং এর সঙ্গে অবৈধ অনুপ্রবেশ, এই ধারা যুক্ত হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ED-র টিম। সকাল ৭টা ১০ নাগাদ ED-র আরও একটি টিম লউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়। বহুতলের চারতলায় প্রতীক জৈনের ফ্ল্যাটে চলে তল্লাশি।আর তার মধ্যেই হঠাৎ,সকাল ১১টা ৫৫ লাউডন স্ট্রিটে I PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বা়ড়িতে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
এর ৫ মিনিটের মধ্যে বেলা ১২টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ির সামনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। প্রায় ১৮ মিনিট পর হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দলের সব হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের রণকৌশল, দলের পরিকল্পনা হাতাতেই ED-র এই হানা। এটাই কি ED এবং অমিত শাহর কর্তব্য? সে আবার আমার দলের সমস্ত নথিপত্র নিয়ে যাচ্ছে! যখন অফিসে কেউ ছিল না, তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ, আইফোন, ইলেকশনের যে স্ট্র্যাটেজি, SIR-এ আমাদেরও কাজ চলছে।






















