Kolkata Metro: শিয়ালদহ মেট্রোর উদ্বোধনের আগে কুণালের তোপে রেলমন্ত্রী !
Kunal attacks Ashwini: শিয়ালদহ মেট্রো উদ্ধোধনের প্রাক্কালে কুণালের তোপের মুখে অশ্বিনী বৈঞ্চব।
কলকাতাঃ শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) উদ্ধোধনের প্রাক্কালে কুণালের তোপের মুখে অশ্বিনী বৈঞ্চব (Ashwini Vaishnaw)। গোটা শহর যখন কলকাতা মেট্রো উদ্ধোধনের আগে প্রহর গুণছে, ঠিক তখনই শেষ রাতে টুইট ইস্যুতে রেলমন্ত্রীকে (Rain Minister) তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু মুখেই বলা নয়, স্ন্যাপ শট তুলে রীতিমত প্রমাণ দিয়ে রেলমন্ত্রীকে আক্রমণ করছেন। প্রশ্ন একটাই মেট্রো রেল কার ? তার কী কোনও রাজনৈতিক রঙ আছে। কী করে বিজেপি হয়ে রিটুইট করে 'কলকাতা মেট্রো' ? চলুন গোড়া থেকে দেখা যাক, হয়েছেটা কী।
Is it TRUE or fake?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 10, 2022
Metro rail retweeted this!!!!
How can they retweet a political tweet of BJP?
They should clarify whether they did it or not? Deleting can't be the answer. pic.twitter.com/Hv89kI26EE
আরও পড়ুন, 'প্রতিশ্রুতি রাখেননি মুখ্যমন্ত্রী', ইদে ধর্মতলায় এসএলএসটি চাকরি প্রার্থীদের পাশে বিরোধীরা
শহরের বড়ঘড়িতে টিকটক। রাতপোহালেই শিয়ালদহ মেট্রো উদ্ধোধন। কেন্দ্রীয় মন্ত্রক থেকে এবার আমন্ত্রন পত্র পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রয়েছেন ঘাসফুলের মেয়র-সহ আরও অনেকেই। নেই কোনও অভিযোগের লিস্ট। এমনই এক সময় তোপ দাগলেন শেষ রাতে তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ। রবিবার রাতে কুণাল ঘোষ টুইট করে একটি স্ন্যাপ শট তুলে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কলকাতা মেট্রো রিটুইট করেছে। কিন্তু কথা হচ্ছে, কলকাতা মেট্রোর হয়ে কী করে বিজেপি নাম করে জয়ের উচ্ছ্বাসে মাতল, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র। কুণাল ঘোষ বলেছেন, 'এটা কি সত্যি নাকি মিথ্যে ? মেট্রো রেল রিটুইট করেছে ! কীকরে বিজেপির হয়ে তাঁরা রাজনৈতিক টুইট করে। তাঁদের এটা নিয়ে যুক্তি দিতে হবে কী করে এটা সম্ভব হল।'