Mamata Banerjee: মেয়েদের সম্মান করি, তবে সবাই এক নয়: মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee on Arpita Mukherjee: বঙ্গবিভূষণের মঞ্চে থেকে কী নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতাঃ ইডি অভিযানের পর কার্যত ঘুম উড়েছে রাজ্যের শাসকদলের। গ্রেফতার হয়েছে পার্থ (Partha Chatterjee। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে ইডি। যদিও এদিন বঙ্গবিভূষণের মঞ্চে থেকে এদিন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) নাম না করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তিনি বলেন, 'মেয়েদের সম্মান করি, তবে সবাই এক নয়'।
প্রসঙ্গত, রাজ্যের শাসকদলের হেভিওয়েটদের কিছু ছবি এর আগেও প্রকাশ্যে এসেছে এবং বিতর্কিত হয়েছে। তবে এসএসসি দুর্নীতি মামলায় যেভাবে কড়া পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট, আর এবার পার্থকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তাতে ভোটে জিতে তৃতীয়বার সরকার গঠন করলেও চাপের মুখে শাসকদল। এখানে আরও একটা কথা উল্লেখযোগ্য, তিনি দেশের অন্যতম মহিলা মুখ্যমন্ত্রী, তার ভোটবাক্সে অধিকাংশ ভোটই আসে 'বাংলার মায়েদের' থেকেই। আর তাই এদিন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা-র নাম না করলেও এদিন ক্ষোভ উগরে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পারদ চড়েছে অন্দরে। কারণ দলের ট্যাগলাইন বা নীতিতে কোনওরকম আঁচ পড়ার আগেই এদিন মমতা স্পষ্ট করে দেন, 'মেয়েদের সম্মান করি, তবে সবাই এক নয়।'
আরও পড়ুন, 'কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক', পার্থ-র নাম না করেই বিস্ফোরক মমতা
অপরদিকে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে সেই পার্থ ঘনিষ্ঠকে দেখা গিয়েছে। এনিয়ে কম জল ঘোলা হয়নি। এনিয়ে মমতা এদিন বলেন,' আমি মিডিয়া ট্রায়াল করব না। আমি জানি না, ট্র্যাপ করা হয়েছে কি না। সেটাও তো দেখতে হবে। আমি পুজোয় যাই। কেউ যদি কাউকে ডেকে নিয়ে আসে, ছবি তোলে, আমি কী করব? কে কোথায় ঘুরে বেড়াচ্ছে, তার দায়িত্ব তার দায়িত্ব কি আমার? তাহলে আমি কি রাস্তায় হাঁটব না? আমায় কালি ছেটালে মনে রাখবেন, আমার হাতেও আলকাতরা আছে। এদিন তিনি আরও বলেন, 'আমি কোনও অন্যায়কে সাপোর্ট করি না। দুর্নীতির সাপোর্ট করা আমার নেশা ও পেশা নয়। কেউ কখনও কখনও ভুল করতেই পারে। নেতাজি লিখেছেন- ভুল করাটাও অধিকার। '
View this post on Instagram