(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata News:মহিলাকে কটূক্তি, প্রতিবাদে স্বামীকে 'মার', শ্লীলতাহানির অভিযোগ লেকটাউনে
Laketown Molestation Case : লেকটাউনের বিসর্জন ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় মর্মান্তিক ঘটনা..
উত্তর ২৪ পরগনা: রাজ্যজুড়ে একের পর এক ঘটনায় এবার লেকটাউনে আক্রান্ত প্রতিবাদী। মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে ২ জন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তরা পলাতক।
আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। সেই তালিকায় এবার জুড়ে গেল লেকটাউনের নাম।গতকাল লেকটাউনের বিসর্জন ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় কটূক্তি। স্ত্রীকে কটূক্তি করায় প্রতিবাদ করলে স্বামীকে মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে মহিলারও শ্লীলতাহানির অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। মহিলার চিৎকারে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ২ অভিযুক্ত হাতেনাতে গ্রেফতার।
দীপাবলি শেষে এবার যেন অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই। হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা।
সম্প্রতি সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের জয়গাঁওতে। সরল শিশুকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে নারকীয় নির্যাতনের অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের প্রান্তিক এই এলাকায়। গ্রেফতারও করা হয়েছে ৩ জনকে। প্রশ্ন হল, কেন বারবার লালসা আর হিংসার শিকার হচ্ছে মেয়েরা? কেন কিছুতেই এই প্রবণতায় রাশ টানা যাচ্ছে না? খাস কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এমনিতেই নারী নিরাপত্তার বেআব্রু দিকটা সামনে এনে দিয়েছে।
আর জি কর কাণ্ডের সূত্র ধরে উঠে আসা এত এত প্রতিবাদী আওয়াজ। অভূতপূর্ব গণ আন্দোলনের মধ্যেও কিন্তু থেমে নেই নারী সংক্রান্ত অপরাধ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে। অভিযোগ নিতে গড়িমসি ও নিষ্ক্রিয়তার অভিযোগে পোড়ানো হয়েছে পুলিশ ফাঁড়ি। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মাত্র ৯ বছরের মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়। মুর্শিদাবাদের ফরাক্কাতেও নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রেও অভিযোগ নিতে গড়িমসির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
আরও পড়ুন, 'নির্লজ্জ..',বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনায় সরব শুভেন্দু
ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা যেন একসূত্রে বেঁধে দিয়েছে আলিপুরদুয়ার, জয়নগর, ফরাক্কার মতো জায়গাকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রতিবেশীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায়, গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছে। তা নিয়ে ধুন্ধুমার কাণ্ডও ঘটে যায়। অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে..