Petrol-Diesel Price: আজ কলকাতা-সহ সারা দেশে কী দাম পেট্রোল-ডিজেলের ?
Petrol Diesel Price Today: বাইরে যাওয়ার আগে একনজরে দেখে নিন কলকাতা-সহ দেশের ১০ শহরে পেট্রোল-ডিজেলের দাম কী ?
কলকাতা: মঙ্গলবার পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) ফের বাড়ল কি দাম ? বৃষ্টি মাথায় নিয়েই এদিন শহরের পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি নিতে গাড়ি চালকরা। পুজোর আগে প্রায় রোজই বুকধুকপুক, ফের হেরফের হল কি পেট্রোল-ডিজেলের দাম ? তবে এদিনও ফের একই জায়গায় দাঁড়িয়ে জ্বালানির দাম। আজ কলকাতা-সহ দেশের ১০ শহরে পেট্রোল-ডিজেলের কী দাম ? চলুন জেনে নেওয়া যাক।
আজ কলকাতা-দিল্লি- মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের কী দাম ?
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১১১.৩৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৭.২৮ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
দেশের গুরুত্বপূর্ণ ৬ শহরে জ্বালানির দাম কী ?
নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা।
বেঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।
চণ্ডীগড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.২০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৪. ২৬টাকা।
লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৭৬টাকা।
জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।
পাটনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৭.২৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.০৪ টাকা।
আরও পড়ুন, পুজোর মুখে দিনভর বৃষ্টি, মহালয়ার আগে কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনা ?
দেশের একাধিক জায়গা এখনও অর্থকষ্টে ভুগছে, তাই পেট্রোল-ডিজেলের দামটা প্রত্যক্ষ, কোথাও পরোক্ষভাবে প্রভাব ফেলে। তার জন্য গাড়ি থাকতে হয় কি ! আজ্ঞে না। কারণ এখনও গরীব চাষীরা অকাল বৃষ্টিতে একেই অনেক রাজ্যে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তার উপর যদি পেট্রোল-ডিজেলের ধরা ছোয়ার বাইরে যায়, তাহলে তো আর কাঁচামাল টুকু বাজারে পৌঁছে লাভের অঙ্কও সেইভাবে আসে না। সে যতোই বেশি দামে বিক্রি হোক। তবে এই বেশি দামে বিক্রির জেরে অনেকেই পুজোর মাঝে রাস্তার ব্যানারে ভালমন্দ খাবারের অ্যাড দেখেই দিন গুজরান করেন। কারণ কোভিড যে অনেকে চিরতরে নেওয়ার পাশাপাশি অনেককে রোজগার শূন্য করেছে। তাই উমা আসছে তো বটেই, তবে এহেন সময়ে কাশফুলের আভা তখনই মালুম হয়, যখন জ্বালানির জ্বালা কমে, এমনই ফিসফিস শহরে-শহরে।