Kolkata News: প্রথমে বাড়ির আসবাব দেখে সন্দেহ, চোখ পড়ে দরজার আড়ালে গোপন কুঠুরিতে, তল্লাশি চালাতেই...
Kolkata Salt Lake Call Centre Fraud Case: সল্টলেকের বেআইনি কল সেন্টারের মালিকের বাড়িতে হানা দিতেই..

অনির্বাণ বিশ্বাস,কলকাতা: বিদেশে টেক সাপোর্টের নামে প্রতারণার অভিযোগ। ৬৭ লক্ষ টাকার পর এবার সল্টলেকের বেআইনি কল সেন্টারের মালিকের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হল প্রায় ৩ কোটি ৩ লক্ষেরও বেশি নগদ। বাজেয়াপ্ত করা হল বিপুল পরিমাণে গয়নাও।
খাটের উপর থরে থরে সাজানো টাকা। টাকা গুনতে আনা হয় মেশিনও। কলকাতার বুকে, সল্টলেকের এক বেআইনি কল সেন্টারের মালিকের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হল প্রায় ৩ কোটি ৩ লক্ষেরও বেশি টাকা। সঙ্গে উদ্ধার ২০০ থেকে ৩০০ গ্রামের গয়নাও। পুলিশ সূত্রে খবর, বিদেশে টেক সাপোর্টের নামে প্রতারণার কর্মকাণ্ড পরিচালিত হত এই বাড়ি থেকে। বিটকয়েন ও বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হতো প্রতারিতদের কাছ থেকে।
বিধাননগর পুলিশ কমিশনারেট ডি সি ডি ডি আইপিএস কুলদীপ সুশীল সোনওয়ানি বলেন, বহুদিন ধরেই চলছিল এই চক্র, এর আগেও এর মালিকের অফিস থেকে উদ্ধার হয়...।' পুরনো এক অভিযানের সূত্র ধরে শুক্রবার, চিনারপার্কে অভিযুক্ত এই কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়ালের বাড়িতে হানা দেয় পুলিশ। প্রাথমিক ভাবে, চিনারপার্কের ওই বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু খুঁজে না পেলেও, বাড়ির বেশ কিছু আসবার দেখে সন্দেহ জাগে। নজরে আসে একটি বিশেষ দরজার আড়ালে একটি গোপন কুঠুরি। তল্লাশি চালাতেই সেখান থেকে বের করে আনা হয় ৩টি ট্রলি।ট্রলি খুলতেই বেরিয়ে পড়ে রাশি রাশি টাকা।
কিছুদিন আগেই, সেক্টর ফাইভের টেক পার্ক বিল্ডিংয়ের ২২ তলার এক অফিস থেকে ৬৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল বিধাননগর পুলিশের গোয়েন্দা দল। এ ছাড়াও, অভিযুক্ত কল সেন্টার মালিকের বাড়ি থেকে আরও ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতার করা হয় অবিনাশ সহ ৩ সন্দেহভাজনকেও।শুক্রবার, সেই মালিকের বাড়িতেই ফের হানা দিয়ে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণে টাকা।পুলিশ সূত্রে দাবি, শুধু এই রাজ্যে সীমাবদ্ধ নয় এই প্রতারণার চক্র।ভিনরাজ্যেও ছড়িয়ে তার জাল।এখন গোটা ঘটনা জানতে জারি থাকবে তদন্ত।
আরও পড়ুন, লন্ডনে গিয়ে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, 'লজ্জা..,আপনার পতন হবেই' ! কী বলছেন দিলীপ, সুকান্তরা ?






















