Suvendu on Akhil: রাষ্ট্রপতি অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, বিক্ষোভ শুভেন্দুদের
BJP Agitation on Akhil Issue: রাষ্ট্রপতি অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ।বিধানসভার অধিবেশন শেষ হতেই বেরিয়ে এসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা।
কলকাতা: রাষ্ট্রপতি (President Draupadi Murmu) অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির (BJP) মুলতুবি প্রস্তাব খারিজ। আজ মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি বিরোধী দলের। বিজেপির সংসদীয় কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখায় বিজেপি। বিধানসভার অধিবেশন শেষ হতেই বেরিয়ে এসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari)।
প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির।
অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। জাতীয় মহিলা কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবিও জানিয়েছেন তিনি। অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য।
আরও পড়ুন, 'বাবার' প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ সওকতের
অখিল গিরি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না, মানুষকে নিয়ে চলাই আমাদের ধর্ম'। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'