Kolkata News: কলকাতা বিমানবন্দরে অস্ত্র-সহ আটক প্রাক্তন TMC কাউন্সিলর !
TMC Councillor Detained At Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে CISF-এর হাতে ধৃত পূজালির ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম।

কলকাতা: কলকাতা বিমানবন্দরে অস্ত্র-সহ আটক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কলকাতা বিমানবন্দরে CISF-এর হাতে ধৃত পূজালির ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম।
আরও পড়ুন, প্রাইমারি স্কুলের শিক্ষকদের TET পাস বাধ্যতামূলক, কতদিনের মধ্যে তাও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
তৃণমূল নেতার লাগেজ ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ, কী দাবি পুলিশের ?
তৃণমূল নেতার লাগেজ ব্যাগ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ। তৃণমূল নেতাকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেয় সিআইএসএফ। লাইসেন্স রয়েছে, জানিয়েছেন শেখ আমিরুল ইসলাম, দাবি পুলিশের। জেনারেল ডায়েরি করা হয়েছে, গোটা বিষয়টি পাঠানো হয়েছে আদালতে। ৭ দিনের মধ্যে দেখাতে হবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, জানাল পুলিশ।
তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ
বাইশ সালে উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র।এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার ছিল। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখেছিল তৃণমূল।পাল্টা তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ করেছিল বিজেপি।
রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে শাসকদলের নেতা
এর আগে মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টি ব্যবসার আড়ালে পর্দাফাঁস হয়েছিল অস্ত্র কারবারের। এবার উত্তর ২৪ পরগনার শাসনে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে শাসকদলের নেতা। রাত দেড়টা নাগাদ, শাসনের দেউপুকুর এলাকা। গভীর রাতে তৃণমূল নেতা সুকুর আলির বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল কয়েকটি গাড়ি। গাড়ি থেকে নেমে তৃণমূল নেতার বাড়িতে সোজা ঢুকে পড়েছিলেন এসটিএফ-এর অফিসাররা। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চলেছিল, তারপরেই বেআইনি অস্ত্রের পর্দাফাঁস হয়েছিল।
কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুক উদ্ধার
গত বছর, কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুক উদ্ধার হয়েছিল। ঘটনার পর পলাতক ছিলেন তৃণমূল নেতা, গ্রেফতার হয়েছিল ৩ অনুগামী। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে ওয়ান শটার-কার্তুজ। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১টি ওয়ান শটার, ৪ রাউন্ড গুলি। কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি তাজা বোমাও উদ্ধার হয়েছিল। কেন বাড়িতে আগ্নেয়াস্ত্র, বোমা? তদন্তে নেমেছিল পুলিশ। পলাতক তৃণমূল নেতার খোঁজে নেমেছিল তল্লাশি।






















