Debangshu on Bony: 'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি', বিস্ফোরক দেবাংশু
Debangshu on Bony Recruitment Scam: কুন্তল ঘোষের ইস্যুতে বনিকে নিয়ে বিস্ফোরক টুইট করলেন দেবাংশু ভট্টাচার্য, কী বললেন তিনি ?
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জল গড়াল অনেকদূর। কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার হতেই একের পর এক নাম উঠে আসে পরপর। আর এবার সেই তালিকায় নয়া সংযোজন অভিনেতা বনি সেনগুপ্ত (Bony Sengupta)। ইডি-র দাবি অনুযায়ী কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের একটা তথ্য পাওয়া গিয়েছে। আর এবার বনিকে নিয়ে বিস্ফোরক টুইট করলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি'
দেবাংশু টুইটে বলেছেন, 'বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন।' প্রসঙ্গত, এই প্রথমবার নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছায়া এড়াতে গেরুয়া শিবিরে গিয়েছেন শিশির পুত্র, এমন অভিযোগও উঠেছিল দলত্যাগের পর তৃণমূলের তরফে। এমনকি সেই খোঁচার তালিকা থেকে বাদ যাননি শোভন চট্টোপাধ্যায়ও। আর এবারও সেই ইডি-র সেই জিজ্ঞাসাবাদ ঘিরেই টুইটে ইয়োর্কার ছুড়লেন দেবাংশু ভট্টাচার্য।
বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন!
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) March 9, 2023
নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে অভিনেতা বনি
নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে অভিনেতা বনি সেনগুপ্ত। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলের সঙ্গে লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই সূত্রেই ইডির জিজ্ঞাসাবাদ। কুন্তল-যোগের অভিযোগে ইতিমধ্যেই এবিপি-কে এক্সক্লুসিভ ইন্টারভিউতে বনি সেনগুপ্ত জানিয়েছেন,'মিডলম্যানের মাধ্যমে আলাপ হয়েছিল কুন্তলের সঙ্গে, পরে পরিবারের মতো সম্পর্ক। বিশ্বাস করেছিলাম, কুন্তলের ছেলে-মেয়ের জন্মদিনেও গিয়েছিলাম। কুন্তল বলেছিলেন ইভেন্ট করেন, ২০-২৫টি ইভেন্ট করেছিলাম।'
আরও পড়ুন, কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছি, পারিশ্রমিক হিসেবে গাড়ির টাকা নিয়েছিলাম: বনি
'কুন্তলের অ্যাকাউন্ট থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা এসেছিল'
তাঁর কথায়, 'পুজোর উদ্বোধন, স্টেজে পারফরম্যান্স করেছিলাম। ২টি সিনেমার অগ্রিম বাবদ প্রায় ৪০ লক্ষ টাকা পেয়েছিলাম, দাবি বনির। কুন্তলের অ্যাকাউন্ট থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা এসেছিল' বলে জানান তিনি। বনি আরও বলেন, ২০১৭-য় গাড়ি কেনার পরিকল্পনা, তখনই কুন্তলের সঙ্গে আলাপ হয়। এরপরেই তিনি সদ্য নাম উঠে আসা কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর নাম নিয়ে বলেন, সোমার পার্লারে কৌশানি গিয়েছিল কুন্তলের পরিচিতের মাধ্যমে। কুন্তলের ইভেন্টের ছবি-ভিডিও আছে। দরকারে ইডিকে দেব।'