Partha Chatterjee: মমতার সিদ্ধান্ত ঠিক : পার্থ, কী প্রতিক্রিয়া রাহুলের ?
Rahul Sinha on Partha Chatterjee: কার চক্রান্তের কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়? 'পার্থ চট্টোপাধ্যায়ের মুখ খুলতে ৬ দিন সময় লাগার কারণ' বোঝালেন বিজেপি নেতা রাহুল সিনহা।
কলকাতাঃ মুখ খুলেছেন ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় (Parha Chatterjee)। গতকাল যখন নিয়ম মেনে ইএসআই জোকায় হুইল চেয়ারে করে পার্থকে নিয়ে যাওয়া হচ্ছে। সাংবাদিকদের সামনে তিনি বিস্ফোরিত চোখে চেয়ে ছিলেন। নোড়ে ওঠে ঠোঁট। মুহূর্তেই খোলে মুখ। বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' ব্যাস এই তিনটি শব্দই তোলপাড় করে দিয়েছে গত ২৪ ঘন্টা থেকে রাজ্য-রাজনীতিকে। তারপর বিরোধিদের থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কার চক্রান্তের কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়?
মমতা বন্দ্য়োপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক : পার্থ চট্টোপাধ্যায়
হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকা এবং বেরোনোর সময় গাড়িতে ওঠা ওবধি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কতগুলি মোক্ষম কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। ওই সামান্য সময়ের মধ্যেই শেষ অবধি তিনি মুখ খোলেন। এতবড় দুর্নীতি মামলায় তীব্র চাপের মুখে পড়েও সীমিত বাক্য খরচ করছেন। এবং এখনও অবধি যা তিনি বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি গতকাল প্রথমে মুখ খুলে বলেছিলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' তারপরেই তাঁকে বলতে শোনা যায়, 'সময় ঠিক নয়।' মন্ত্রী পদ থেকে তাঁকে সরানোর সিদ্ধান্তের অসন্তুষ্ট না হলেও, দলের সমস্ত পদ থেকে সরানোর সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ কি তিনি ? এনিয়ে জল্পনা তুঙ্গে। তাঁকে যখন প্রশ্ন করা হয়,'দলের সিদ্ধান্ত ঠিক ?' এরপরেই তিনি উত্তরে বলেন, 'মমতা বন্দ্য়োপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।'
ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না: দিলীপ ঘোষ
'পার্থ চট্টোপাধ্যায়ের মুখ খুলতে ৬ দিন সময় লাগার কারণ' বোঝালেন বিজেপি নেতা রাহুল সিনহা
এদিকে এই প্রসঙ্গের পরেই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। 'পার্থ চট্টোপাধ্যায়ের মুখ খুলতে ৬ দিন সময় লাগার কারণ একটাই, তৃণমূল কংগ্রেস, ভয় পাচ্ছিল। পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে দেন, তাহলে তৃণমূলের অনেক বড়বড়ো নেতাকে পথে এসে বসতে হবে। মন্ত্রীসভা থেকে সরানোটা , মমতা বন্দ্যোপাধ্যায় চর মারফৎ কথা বলে, কোনও রকমভাবে ওটা ম্যানেজ করে নিয়েছেন।এখন উনি দল থেকে হঠানোটা মানতে পারেননি। যেহেতু তাঁর সঙ্গে সেরকম কোনও কথা হয়নি।'