Santanu Sen: 'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু
Santanu Attacks CBI on Suvendu Issue: ' বাংলায় সিবিআই-র সঙ্গে সেটিং করা হয়েছিল।যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে।' দিলীপের পর
কলকাতাঃ সিবিআই-কে নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh)মন্তব্যের পর এবার বিস্ফোরক তৃণমূল সাংসদ শান্তনু সেন। মূলত গতকাল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআই-র (CBI) সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডি-কে (ED) পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।' আর দিলীপের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন শান্তনু সেন (Santanu Sen)।
শান্তনু সেন বলেছেন, আমারা যেটা দাবি করে আসছি, যে সিবিআই তদন্ত শুরু করে, এবং তদন্ত-র নামে সম্মানহানি করে। তদন্ত সম্পূর্ণ করে না। আজও আমরা রবি ঠাকুরের নোবেল প্রাইজের খোঁজ পাইনি। আজ আমাদের নন্দীগ্রাম-সিঙ্গুরের তদন্তের কোনও সুরাহা হয়নি। উনি যেটা বলেছেন যে, এফআইআর করতে পারেনি। আবার এরকমও আছে যে, সিবিআইয়ের এফআইআর-এ নাম থাকা শুভেন্দু অধিকারী , তিনি সিবিআই-র সঙ্গে সেটিং করে ঘুরে বেড়াচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। সুতরাং তাঁকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন তুলেছেন তিনি। সুতরাং একদিকে সিবিআই-র নিরপেক্ষতা নিয়ে যেমন আমাদের প্রশ্ন, এবং সিবিআই-র অপারকতা নিয়েও আমাদের প্রশ্ন।'
আরও পড়ুন, 'অভিজিৎ-র মতো অবস্থা হবে', হুমকি নারকেলডাঙার পরিবারকে, কে এই অভিজিৎ ?
উল্লেখ্য, সারদা এবং রোজভ্যালি মামলায় ৮ বছর পেরিয়ে গেলেও এখনও চলছে সিবিআই তদন্ত। পাশাপাশি নারদ স্টিংয়ে ৫ বছর পেরিয়ে গেলেও এখন তদন্ত চলছে।প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে গিয়ে সিবিআইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ । এদিনও ফের নিজের মন্তব্যকে সমর্থন করে তিনি বলেন, 'বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে, কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই, আমরাও বিশ্বাস করেছিলাম, ন্যায় পাইনি।' সোমবার দিলীপ ঘোষ এনিয়ে বলেন, 'সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে।'মূলত, রাজ্যে ভোটপরবর্তী হিংসা মামলার তদন্তে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই। বিজেপি প্রথম থেকেই অভিযোগ করে এসেছে যে তাঁদের একাধিক কর্মী ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে। রাজ্যে এর খতিয়ান দিয়েন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট পরবর্তী হিংসার কারণেই একাধিক বিজেপি কর্মীর খুন হওয়ার অভিযোগও করেছে বিজেপি।