Kolkata Roads : বর্ষা আসতেই কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তায় তৈরি হয়েছে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা !
Kolkata Municipality : কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, যেখানে রাস্তায় গর্ত রয়েছে, তা সারিয়ে ফেলা হচ্ছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বর্ষায় (Rain) এ ছবি নতুন নয়। তবে, মূলত গ্রামীণ এলাকায় এ ছবি প্রকট হয়ে ওঠে। বাদ যায় না শহর ও শহরতলিও। এই তালিকা থেকে বাদ নেই খোদ তিলোত্তমাও (Kolkata) । বর্ষা আসতেই কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তায় তৈরি হয়েছে গর্ত- (Potholes) । খানাখন্দের জেরে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, যেখানে রাস্তায় গর্ত রয়েছে, তা সারিয়ে ফেলা হচ্ছে। তবে সামগ্রিকভাবে রাস্তা সারাইয়ের কাজ আবার বর্ষার পর শুরু হবে।
বর্ষা সবে এসেছে। তাতেই কলকাতার বিভিন্ন রাস্তার বেহাল দশা। ই এম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তাতেও তৈরি হয়েছে খানাখন্দ।
খানাখন্দের মধ্য়ে দিয়ে যেতে গিয়ে আটকে যাচ্ছে অটো। ঠেলে গর্ত পার করতে হচ্ছে। গর্তে বাইক পড়লেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।
এবার বৃষ্টি কিছুটা কম। বর্ষা আসতেই শহরের বেশ কিছু রাস্তা বেহাল হয়ে গেছে। বাইপাস ধরে রুবি থেকে দক্ষিণের দিকে এগোলেও একই ছবি। মা উড়ালপুল থেকে সায়েন্স সিটির দিকে নামার পথেও রাস্তায় বড় বড় গর্ত।
উল্টোডাঙা মেন রোডে তো গর্ত এতটাই গভীর যে সেখান দিয়ে ভূগর্ভস্থ পাইপ দেখা যাচ্ছে। একই অবস্থা পার্ক সার্কাস ও সিআইটি রোডে। পুরসভা অবশ্য় দাবি করছে, কোথাও গর্ত হলে তারা সারিয়ে ফেলছে।
মেয়র পারিষদ (রাস্তা) অভিজিৎ মুখোপাধ্য়ায় বলেন, যেখানে গর্ত হচ্ছে সারিয়ে ফেলছি। ৫ তারিখ পুলিশের সঙ্গে বৈঠক। যেখানে পুলিশের তরফে রাস্তার লিস্ট দেওয়া হয়। কাজ করা হয়েছে।
তবে পুরসভার তরফে এও জানানো হয়েছে, যে বর্ষার মধ্য়ে আর বড় করে রাস্তা সারাইয়ের কাজ হবে না। সেই কাজ হবে বর্ষা চলে গেলে।
কলকাতার রাস্তায় দুর্ঘটনা !
চলতি মাসেই প্রথম দিকে চিংড়িঘাটা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, অত্য়ন্ত দ্রুত গতিতে সায়েন্স সিটির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল গাড়িটি। চিংড়িঘাটা মোড়ের ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে সেটি। এরপর রেলিং ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে। গাড়িতে থাকা ৪ যাত্রীই আহত হন।
এর আগে গাড়ি চালাতে হাত পাকানোর জন্য মা উড়ালপুল বেছে নেওয়ায় বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আটকে যায় গাড়ি। পুলিশ সূত্রে খবর, বান্ধবীকে গাড়ি চালানো শেখাতে মা উড়ালপুলে উঠেছিলেন বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। ব্রেকের বদলে অ্যাক্সিলেরেটরে চাপ দেওয়ায় মিলনমেলা প্রাঙ্গণের ওপর চিংড়িঘাটাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি।ওই ভাবেই আটকে থাকে প্রায় ৪৫ মিনিট। উড়ালপুলের নজরদারি ক্যামেরায় বিষয়টি দেখে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ড।