Ganga Water : কলকাতার ডাকঘর থেকেই এবার মিলবে গঙ্গাসাগরের গঙ্গাজল, দিতে হবে কত দাম ?
Kolkata Post Offices : করোনাকালে বাড়িতে বসেই মিলেছে গঙ্গাসাগরের গঙ্গাজল, পুজোর মিষ্টি ও সিঁদুর। এবার ডাকঘর থেকে পাওয়া যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল।
সুদীপ্ত আচার্য, কলকাতা : হাতের কাছেই এবার সুযোগ। কলকাতার ডাকঘর থেকেই এবার মিলবে গঙ্গাসাগরের গঙ্গাজল (Ganga Water)। আড়াই শো মিলিলিটার বোতলের দাম মাত্র ৩০ টাকা। আগামী দিনে রাজ্য়ের সর্বত্র এবং পরবর্তীতে দেশেও ডাকঘর থেকে পাওয়া যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল। কলকাতা জিপিওতে উদ্বোধন হয়েছে গঙ্গাসাগর গঙ্গাজল প্রকল্পের।
করোনাকালে (Corona) বাড়িতে বসেই মিলেছে গঙ্গাসাগরের গঙ্গাজল, পুজোর মিষ্টি ও সিঁদুর। এবার ডাকঘর থেকে পাওয়া যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল। বেঙ্গল পোস্টাল সার্কেলের উদ্য়োগে সোমবার কলকাতা জিপিওতে গঙ্গাসাগর গঙ্গাজল প্রকল্পের উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্য়ের পোস্ট মাস্টার জেনারেল মেইলস অ্য়ান্ড বিজনেস ডেভেলপমনেন্ট অনীল কুমার সহ ডাক বিভাগের অন্য়ান্য আধিকারিকরা।
২৫০ মিলিলিটার বোতলে পাওয়া যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল, দাম মাত্র ৩০ টাকা। আপাতত কলকাতার ১০টি ডাকঘর (Post Offices of Kolkata) থেকে গঙ্গাজল বিক্রি করা হবে এক সপ্তাহের মধ্যে রাজ্য়ের ৪৮টি এবং চলতি মাসের মাঝামাঝি রাজ্য়ের ১১০০ ডাকঘরে বিক্রি হবে এই গঙ্গাজল। ভিনরাজ্য়ের একটি এজেন্সি গঙ্গাসাগরে একটি প্লান্ট খুলেছে। এই সংস্থা গঙ্গাজল বোতলবন্দি করে ডাকঘরের হাতে তুলে দিচ্ছে।
এর আগে হৃষিকেশ ও হরিদ্বারের গঙ্গাজল বিক্রি করেছে ভারতীয় ডাকঘর। গত আর্থিক বছরে শুধু বাংলায় ১৫ লক্ষ টাকার হৃষিকেশ ও হরিদ্বারের গঙ্গাজল বিক্রি হয়েছে। এবার গঙ্গাসাগরের গঙ্গাজল বিক্রি শুরু করল ডাক বিভাগ। ভবিষ্য়তে সারা ভারতে গঙ্গাসাগরের গঙ্গাজল বিক্রির পরিকল্পনা করা হয়েছে। ঘরে বসে অনলাইনেও ডাকঘর থেকে গঙ্গাজল অর্ডার করা যাবে। এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে একটি বিশেষ ডাক টিকিটও প্রকাশ করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial