Kolkata News : বহুতলের সতেরো তলা থেকে নিচে পড়ে মৃত্যু বৃদ্ধের, রহস্যমৃত্যুতে চাঞ্চল্য
Unnatural Death : আত্মহত্যা বলে অনুমান করা হলেও, অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আবির দত্ত, কলকাতা : বহুতল আবাসনে বৃদ্ধের রহস্যমৃত্যু (Unnatural Death) । সতেরো তলা থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পূর্ব যাদবপুর থানার পুলিশ (Purba Jadavpur Police Station)।
সাতসকালে ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে চমকে উঠেছিলেন নিরাপত্তারক্ষী। দৌড়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ। শহরের এক আবাসনে বৃদ্ধের রহস্যমৃত্যু। দুর্ঘটনা না কি আত্মহত্যা ? নেপথ্যে অন্য কোনও ঘটনা ? খতিয়ে দেখছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটে বাইপাসের ধারের একটি অভিজাত আবাসনে।
আবাসনের বাসিন্দারা জানিয়েছে, মৃতের নাম রঞ্জন বসু (৭০)। স্ত্রীকে নিয়ে থাকতেন আবাসনে। সম্প্রতি দিল্লিতে মেয়ের কাছে গিয়েছেন স্ত্রী। পুলিশ জানিয়েছে, আবাসনের ১৭ তলায় বৃদ্ধের একজোড়া জুতো উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করার জন্যই ১৭ তলায় লিফটের পাশের জানালা দিয়ে ঝাঁপ দিয়েছেন বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্ব যাদবপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য NRS হাসপাতালে পাঠানো হয় মৃতদেহ।
আত্মহত্যা বলে অনুমান করা হলেও, অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
কয়েক মাস আগেই সরশুনায় বহুতল থেকে পড়ে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু (Behala Death) ঘটেছিল। যে ঘটনা নিয়ে তুমুল হইচই হয় এলাকায়। চারতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন ওই বৃদ্ধ। পরে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।