Kolkata Vegetable Price : টাস্ক ফোর্সের কড়াকড়ি, নির্দেশের পর সবজির দাম কি কমল ? দেখুন আজকের বাজারদর
Vegetable Price Hike : রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, বাজারে কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব আনাজের দাম আজও আকাশছোঁয়া।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বর্ষা আসতে না আসতেই খুচরো বাজারে অগ্নিমূল্য শাক-সবজি। বাজারে গিয়ে পকেট খালি হয়ে গেলেও ভরছে না ব্যাগ!কারণ যা দাম, তাতে হাতে ছেঁকা খাওয়ার জোগাড়! রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, বাজারে কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব আনাজের দাম আজও আকাশছোঁয়া।
আজ শিয়ালদার কোলে মার্কেটে যাবে টাস্ক ফোর্স
কলকাতার বিভিন্ন বাজারে মঙ্গলবারও চিত্র এমনটাই। নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার। সেঞ্চুরি করেছে উচ্ছে, বরবটি, ঢেঁড়স। সোমবার টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বিক্রেতাদের জানান, কাঁচা লঙ্কার দাম কেজি প্রতি ৩০০ টাকা নয়, বিক্রি করতে হবে ১০০ টাকায়। কিন্তু তা সত্ত্বেও বেলাগাম আনাজের দাম। সোমবার ১৬টি বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। মঙ্গলবার শিয়ালদার কোলে মার্কেটে যাবে টাস্ক ফোর্স। সব দিক খতিয়ে দেখে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেবে তারা।
মানিকতলা বাজারে সোমবার সবজির দাম
সোমবার মানিকতলা বাজারে কাঁচালঙ্কা বিক্রি হয়েছে ৩০০ টাকা প্রতি কেজি। আদার দামও কেজিতে ৩০০ টাকা ছাড়িয়ে গেছে! এছাড়াও টম্যাটো ২০০ টাকা, বেগুন ১৬০, উচ্ছে ১২০, পটল, ঝিঙে, বরবটি ১০০ টাকা কেজিতে বিকোচ্ছে। এক কেজি শশা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি কেজি ঢেঁড়শের দাম ৫০ টাকা বেড়েছে আলুর দামও। জ্যোতি আলু ২২-২৪ টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম ২৬-২৮ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় ক্রেতাদের!
মঙ্গলবারের বাজারদর
মঙ্গলবার চিত্রটা বড় একটা বদলায়নি। সবজির দাম এখনো চড়া। মানিকতলা বাজারে, বড় বেগুন এবং টমেটো ১৫০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকায় দাঁড়িয়ে। ঢ্যাঁড়শ, শশা পটল ৮০ টাকা। লঙ্কা সামান্য কমে বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি।
সোমবার নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভবানীপুরে যদুবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। এদিন হঠাৎ সবজির বাজারে ঢুঁ মারেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও।
রাজ্যপালের বাজার পরিদর্শন
সবজি কিনতে গিয়ে সাধারণ মানুষের এই নাভিশ্বাস অবস্থার মধ্যে, এবার সোজা বাজারে ঢু মারলেন খোদ রাজ্যপাল। সোমবার বাসন্তী থেকে ফেরার পথে, ভাঙড়ে আচমকা গাড়ি থামাতে বলেন সিভি আনন্দ বোস। নেমে পড়েন পাগলাহাটের বাজারে। সবজির দাম নিয়ে জিজ্ঞাসা করেন। বিক্রেতাদের সঙ্গে ছবিও তোলেন।
শহরতলি ও শহরের বাজারে সবজির দামের ফারাক কত দেখতে সোমবার কলকাতায় ফিরেও রাজভবনের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে রাজ্যপাল চলে যান পোদ্দার কোর্টের টেরিটি বাজারে। সেখানেও জিজ্ঞাসা করেন সবজির দাম।