Krishnanagar Accident News: সকালে পড়তে বেরিয়ে লরির ধাক্কায় পিষ্ট নাবালিকা! চালকের ভুলে সব শেষ! দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র কৃষ্ণনগর
Krishnanagar News: ১২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় নাবালিকার মৃত্যুর পরই লরিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

নদিয়া: রবিবারের সকালে পড়তে যাচ্ছিল নাবালিকা। পড়াশোনা সেরে কথা ছিল বাড়ি ফেরার। কিন্তু অপরজনের ভুলে না ফেরার দেশে চলে গেল নাবালিকা। লরি চালকের অসাবধানতার মূল্য চোকাতে হল তাকে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ইটলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।
আর এরপরই পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কৃষ্ণনগরের ইটলা। ১২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় নাবালিকার মৃত্যুর পরই লরিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
এদিন, পড়তে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হয় রিয়া বিশ্বাসের। স্থানীয় সূত্রের খবর, উল্টো লেনে লরি ঢুকে পড়ায় দুর্ঘটনা। ওই নাবালিকা পড়তে যাওয়ার সময় জাতীয় সড়ক পার হচ্ছিল। সেই সময় একটি মালবাহী লরি ভুল লেন দিয়ে এসে তাকে ধাক্কা মারে। নাবালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই লরিতে আগুন উত্তেজিত জনতা। জাতীয় সড়কের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি। দমকল গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এর আগেও ২০২৪ সালে এমনই একটি ঘটনা ঘটেছিল কৃষ্ণনগরেই। নাবালিকা তার মামার সঙ্গে বাসস্ট্যান্ডের মার্কেটে নতুন জুতো কেনার জন্য বেরিয়েছিল। তখন একটি লরি তাঁদের ধাক্কা মারলে গুরুতর আহত অবস্থায় দুজনকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল নিয়ে নিয়ে আসা হয়। জেলা হাসপাতাল থেকে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।






















