![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Krishnanagar News: জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন, কৃষ্ণনগর-কাণ্ডে হাড়হিম করা তথ্য
Nadia News: কৃষ্ণনগরে গণধর্ষণ-খুনের মামলায় ধৃত প্রেমিকের ৭ দিনের পুলিশ হেফাজত
![Krishnanagar News: জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন, কৃষ্ণনগর-কাণ্ডে হাড়হিম করা তথ্য Krishnanagar News young girl was on fire while she was still alive Krishnanagar News: জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন, কৃষ্ণনগর-কাণ্ডে হাড়হিম করা তথ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/17/5b61080074f199ce245db9082e24fca6172916576016951_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নদিয়া: কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ-খুনের অভিযোগ। আর কৃষ্ণনগরকাণ্ডে (Krishnanagar News) এবার সামনে এল হাড়হিম করা তথ্য। জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন দেওয়া হয়েছিল বলে জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। অন্যদিকে ধৃত রাহুল বসুকে ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত।
হাড়হিম করা তথ্য: লক্ষ্মীপুজোর বাজার করতে বেরিয়ে কেন এভাবে খুন হতে হল তরুণীকে? কারা খুন করল? তা নিয়ে ঘটনার পর দেড়দিন কেটে গেলেও ধোঁয়াশা কাটছে না। এরই মধ্যে এদিন কল্যাণী JNM হাসপাতালের ময়নাতদন্ত হয় নিহত ওই স্কুল ছাত্রীর। আর তাতেই ভয়ঙ্কর তথ্য সামনে আসে। ময়নাতদন্তকারী চিকিৎসকে সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রাইমারি অ্যান্টি মর্টেম বার্ন পাওয়া গেছে। যা পেয়েছি অ্যান্টি মর্টেম বার্নই পেয়েছি। অ্যাসিডের কোনও এভিডেন্স আমরা পাইনি। কিছু কেমিক্যাল টেস্ট বাকি আছে।''
তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর প্রেমিককে। আর পুলিশের স্ক্যানারে নিহত তরুণী ও তাঁর প্রেমিকে মধ্যে টাকা লেনদেনের তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রেমিকের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন তরুণী। সম্পর্কের অবনতি হওয়ায় সেই টাকা ফেরত চান রাহুল। মাসখানেক আগে ব্যাঙ্গালোরে চলে যান তরুণী। সেই সময় থানায় অভিযোগ জানায় তাঁর পরিবার। সেই নিয়ে কী কোনও বিবাদ হয়েছিল? পুলিশ সূত্রে খবর, নিহত তরুণী ও তাঁর প্রেমিকের একজন কমন ফ্রেন্ড রয়েছেন। তদন্তকারীদের নজরে রয়েছেন ওই তরুণীও। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, জানতে চাওয়া হচ্ছে প্রেমিকের সঙ্গে ছাত্রীর সম্পর্কে কোনও টানাপোড়েন চলছিল কি না। নাকি, টাকা ফেরত চাওয়া বা কমন ফ্রেন্ডকে নিয়ে কোনও ভুল বোঝাবুঝি হয়েছিল। এছাড়া, দেহ যেখানে মেলে, সেখানে তরুণী কীভাবে গেলেন, কে বা কারা তাঁকে নিয়ে গিয়েছিল, ওই এলাকা বা তার আশেপাশে প্রেমিকের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
নিহত স্কুল ছাত্রীর মা বলেন, "আমার মেয়েটা যেমন ঘরছাড়া হল লক্ষ্মীপুজোর দিন। আমার তো ঘরের লক্ষ্মী। সত্যিই আমার লক্ষ্মী মেয়ে। যাঁরা মেরেছে রাহুল বোস এবং তাঁর সঙ্গে যাঁরা ছিল, তাঁদের যেন ফাঁসি হয়। ওদেরও শাস্তি হয় ওইভাবে। তাহলে বুঝবে মৃত্যুযন্ত্রণা কতটা যন্ত্রণা। একটা মেয়ের বুক খালি হয়ে যাওয়া কতটা যন্ত্রণার। আমার মেয়ে মোটামুটি সবই বলত। টাকা ধার নেওয়ার কথা জানিনা।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Purulia News: নদীর চরে মহিলার দেহ উদ্ধারের দেড়দিন পার, এখনও মেলেনি পরিচয়, অধরা অভিযুক্তরা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)