Kunal Ghosh: নোটবন্দি পরও এত টাকা কোথা থেকে এল! তদন্ত করে উৎস বার করা হোক, দাবি কুণালের
Partha Chatterjee Arrested: স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার গ্রেফতার হন রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পরে গ্রেফতার হন অর্পিতাও।
কলকাতা: পাহাড় প্রমাণ টাকা ঠেসে পোরা বস্তায়। টানা গোনার যন্ত্র এনে গুনতে হয় সেই বিপুল পরিমাণ টাকা। কিন্তু নোটবন্দির পর অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে এই বিপুল পরিমাণ নগদ এল কী করে, প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য় সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মতে, ২০১৩-২০১৪ সালে কেলেঙ্কারি হয় হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু ওই টাকা তো নোটবন্দির পরের নোট! কোথা থেকে ওই টাকা এল, তা খতিয়ে দেখা উচিত।
নোটবন্দির পর অত নগদ কোথা থেকে এল, প্রশ্ন কুণালের
স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার গ্রেফতার হন রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পরে গ্রেফতার হন অর্পিতাও। তবে পার্থ এই সময় এসএসকেএম হাসপাতালে রয়েছেন। হাসপাতালে ভর্তি হতে চেয়েও খালিহাতে ফিরতে হয়েছে অর্পিতাকে। তবে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২১ কোটি ২০ লক্ষ টাকা কোথা থেকে এল, তার নিষ্পত্তি এখনও হয়নি।
সেই আবহেই বিপুল পরিমাণ টাকার উৎস নিয়ে প্রশ্ন তুললেন কুণাল। তাঁর কথায়, "নোটবন্দির পর এত টাকা এল কী করে? টাকার উত্স কী? যে সময়ে দুর্নীতির কথা বলা হচ্ছে, আর নোটগুলি যে সময়ের মিলছে কি মিলছে না? এর তদন্ত হোক।" কুণাল আরও বলেন, "২০১৩-১৪-র কেলেঙ্কারি নিয়ে যদি কেউ অভিযোগ তোলেন, যে নোটগুলি উদ্ধার হয়েছে, সেগুলি নোটবন্দির পরের। কেউ যদি নোটবন্দির আগের কেলেঙ্কারির অভিযোগ করেন, তার সঙ্গে পরের নোট যোগ হচ্ছে কী করে?"
আরও পড়ুন: Amartya Sen: রাজ্য় সরকারের 'বঙ্গবিভূষণ' সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন
যদিও বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সাফ কথা, 'কুযুক্তি দিয়ে পাপ ঢাকা দেওয়া যাবে না। হতে পারে পুরনো নোট বদলে নেওয়া হয়েছে।'
সারদাকাণ্ডে গ্রেফতার হওয়ার পর একাধিক বার পার্থকে আক্রমণ করতে দেখা যায় কুণালকে। আদালতে দাঁড়িয়েও তাঁর মুখে উঠে এসেছিল পার্থর নাম। কিন্তু শুক্রবার পার্থ গ্রেফতার হওয়ার পর, তাঁর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধার হওয়ার পর রক্ষণাত্মক ভঙ্গিতেই দেখা যাচ্ছে কুণালকে। তিনি কার্যত পরিষ্কার করে দিয়েছেন, যে তাঁরা দল হিসেবে, এই ঘটনায় কোনও দায় নিচ্ছেন না।
পার্থর সঙ্গে বরাবরই সংঘাত দেখা গিয়েছে কুণালের
একই দলে থাকলেও, কুণালের সঙ্গে পার্থর সম্পর্কের টানাপোড়েন অবশ্য আজকের নয়। একটা সময়ে পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ আলাদা। তখন কুণাল ঘোষ সারদাকাণ্ডে জেলবন্দি। আদালতে দাঁড়িয়ে একাধিকবার পার্থকে নিশানা করতেন তিনি।