Kunal Ghosh: মমতার দেখানো রাস্তায়! কুণাল বললেন, ‘পদ নয়, পথে আছি’
TMC Removes Kunal: মমতার রাজনৈতিক পরিচয়সূত্র ধরেই বললেন, 'পদে নয়, পথে আছি'।
কলকাতা: দলের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও, এখনও নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুগত বলছেন তিনি। কিন্তু পদ খোয়ানোর পর তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর কার্যতই ফুঁসে উঠলেন কুণাল। আন্দোলনের পথ ধরে ক্ষমতায় উঠে আসা মমতার রাজনৈতিক পরিচয়সূত্র ধরেই বললেন, 'পদে নয়, পথে আছি'। (Kunal Ghosh)
বিভিন্ন সভা-মিছিলে একাধিক বার নিজেকে 'স্ট্রিট ফাইটার' বলে উল্লেখ করেছেন মমতা। ক্ষমতার অলিন্দে নয়, রাস্তায় নেমে আন্দোলন করতে আজও সমান স্বচ্ছন্দ বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। দলে কোণঠাসা হয়ে বৃহস্পতিবার সেই সুর শোনা গেল কুণালের গলাতেও। বুধবার তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হয়েছিল তাঁকে, তার পর বৃহস্পতিবার আবার তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। সেই আবহেই এমন উক্তি কুণালের। (TMC Removes Kunal)
এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে বেরনোর পর দলের কর্মী-সমর্থকদের পাশে পেয়ে আবেগে ভাসতে দেখা যায় কুণালকে। সর্বসমক্ষে কেঁদেও ফেলেন তিনি। এর পর সকলকে পাশে নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলেন। কুণাল বলেন, "আমি তৃণমূলের সাধারণ কর্মী। ঘরে বসে থাকা নেতারা যখনই সাধারণ কর্মীদের সঙ্গে অসভ্যতা করেছেন, আমি সাধ্য মতো পাশে থাকার চেষ্টা করেছি। পদে থাকি না থাকি, কুণাল ঘোষ আপনাদের পাশে আছে। ধৈর্য ধরুন। মমতাদি দলের নেত্রী, অভিষেক সেনাপতি, তৃণমূল একটা পরিবার। কিন্তু দলের উন্নতির সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে।"
সুর চড়িয়ে কুণাল আরও বলেন, "হোয়াটসঅ্যাপে নেতাদের চামচাগিরি করে দল চলতে পারে না। আমি মন থেকে তৃণমূল করি, কেউ সেই অধিকার কেড়ে নিতে পারবে না। দলীয় কর্মীদের এবাবে অপমান করা যাবে না, আমি পদে নই, পথে আছি। কুণাল ঘোষের কখনও পদ লাগেনি। যেখানে রাস্তা, যেখানে তৃণমূল, যেখানে দলের কর্মী, যেখানে বুথকর্মী, দেওয়াললিখন কর্মী, কুণাল ঘোষ সেখানেই আছেন, তাঁদের পাশে আছেন এবং থাকবেন। আজ না হয় কাল মমতাদি এবং অভিষেক নিশ্চয়ই এটা অনুধাবন করবেন। সেই আত্মবিশ্বাসে ভর করে দলকে এগিয়ে নিয়ে যাব।"