West Bengal News Live Updates : এবার বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষা তকমা দেওয়ার অভিযোগ তৃণমূূলের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবরের দিকে নজর রাখুন এক ক্লিকে।
LIVE

Background
মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি ঘিরে খড়গপুরে তৃণমূলের বৈঠকেই ধুন্ধুমার। নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ। ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা, পাল্টা পুরপ্রধান।
ছাব্বিশের ভোটের আগে শুরু আমাদের পাড়া, আমাদের সমাধান। সরকারি প্রকল্পের নামে দলের প্রচার, কটাক্ষ বিজেপির। উন্নয়নই মূল লক্ষ্য, পাল্টা তৃণমূল।
১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া ৩ হাজার কোটি। সংসদে কেন্দ্রের বক্তব্যকে অস্ত্র করে আসরে তৃণমূল। দুর্নীতি নিয়ে পাল্টা আক্রমণে বিজেপি।
মুম্বইয়ে নিখোঁজ দঃ ২৪ পরগনার বিষ্ণুপুরের যুবক। বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক, দাবি পরিবারের। মহারাষ্ট্র গেল তৃণমূল। যাচ্ছে পুলিশও।
ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ। ভাষা আন্দোলনে তৃণমূল। মেয়ো রোডে ধর্না। পাল্টা হাওড়ায় কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী।
দিঘায় বিরোধী দলনেতার মিছিলে আদালতের অনুমতি। ৫ অগাস্ট কোচবিহারের কর্মসূচিতেও সায়। ওই দিনই জেলাজুড়ে NRC-র বিরোধিতায় পথে তৃণমূল।
বিহারে বাদ ৬৫ লক্ষ, বাংলায় বাদ যাবে দ্বিগুণ। বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গাদের নাম বাদ যাবে। এবার ভোটার তালিকায় খেলা হবে। হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
রাজ্য়ে এসআইআর শুরুর আগে বিএলও-দের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করল কমিশন। ভাতা বাড়ল সুপারভাইজারদেরও। ERO, AERO-দের সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত কমিশনের।
পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তোড়জোড়। পরিচয়পত্র নিয়ে বাড়ি-বাড়ি, প্রয়োজনে যেতে হবে ৩বার। BLO-দের নির্দেশ CEO দফতরের।
কোন্নগরে তৃণমূল নেতা খুনে ৩জন গ্রেফতার। জমি বিবাদেই হামলা, বলছে পুলিশ। অন্য কারণ দেখছে পরিবার।
সরকারি পোস্টারে বিজেপির কালি দেওয়াকে ঘিরে উত্তপ্ত বীরভূম। পুলিশকে ডেডলাইন বিধায়কের। কেষ্টর নিশানায় পুলিশ সুপার। মন্তব্যে নারাজ এসপি।
৯ অগাস্ট নবান্ন অভিযান, সামিল হওয়ার ডাক দিয়ে বিজেপি দফতরে অভয়ার পরিবার। এসইউসি দফতরে গিয়েও আবেদন।
৫ বছর আগে হলদিয়ায় বেহুঁশ করে মা-মেয়েকে পুড়িয়ে খুন। দোষী সাব্যস্ত ৪ জনের যাবজ্জীবন সাজা তমলুক জেলা আদালতের।
কলকাতার কাছেই বিরাটিতে জমা জল প্রাণ কাড়ল একরত্তির। খাট থেকে জলে পড়ে শিশুকন্যার মৃত্যু।
বাড়িতেই জমা জলে ডুবে শিশুর মৃত্যু। নিকাশি নিয়ে আক্রমণের মুখে সিপিএমের ঘাড়ে দায় ঠেলার চেষ্টায় তৃণমূল কাউন্সিলর। প্রাতিষ্ঠানিক খুন, দাবি সুজনের।
বাইপাস-ভিআইপি রোড থেকে কালীঘাট থেকে সল্টলেক। কলকাতার পথে পথে মরণফাঁদ। বিভিন্ন রাস্তার কঙ্কালসার দশা। প্রাণ হাতে নিয়েই যাতায়াত।
মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির ছাদের অংশ। ধাক্কায় নড়ে গেল পাশের বাড়ির ভিত। দমদম ক্যান্টনমেন্টেও ভাঙল বাড়ির একাংশ।
ফের কলকাতায় অগ্নিকাণ্ড। বন্ডেল গেটে দেজ মেডিক্যালের কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। নেভাতে গিয়ে ১ দমকল কর্মী আহত।
ফের আক্রান্ত প্রতিবাদী। বাড়ির সামনে নেশা করায় বাধা, ঠাকুরপুকুরে প্রতিবাদীকে ধারল অস্ত্রের কোপ! থানায় নালিশ আক্রান্তের।
জিমে গিয়ে আচমকা অসুস্থ। মাত্র ২২ বছর বয়সে মৃত্যু বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অনুমান চিকিৎসকদের।
Live News Update: জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক।
জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বনগাঁ উত্তরের বিধায়ক অশওক কীর্তনীয়াকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল লোক পাঠিয়ে বিক্ষোভ দেখিয়েছে, দাবি বিধায়কের।
West Bengal News Live Updates : বৃষ্টি থামলেও কমেনি জল যন্ত্রণা
বৃষ্টি থামলেও কমেনি জল যন্ত্রণা। গাইঘাটায় রাস্তায় দীর্ঘদিন হাঁটু সমান জল দাঁড়িয়ে। খাল সংস্কারের দাবিতে সোচ্চার এলাকাবাসী।
গাইঘাটায় জল-যন্ত্রণা






















