Balurghat News: অকেজো হয়েও 'পাকা রাস্তা বলে দেখাচ্ছে ইন্টারনেট', অবরোধ-বিক্ষোভ স্থানীয়দের
South Dinajpur Road Controversy: বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকার জলঘর থেকে তেলাপুকুর পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ।

মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: একদিকে রাজ্যের একাধিক জেলার রাস্তা (Road Construction) নিয়ে যখন প্রচারের আলোয় আনা হচ্ছে, ঠিক তখনই রাস্তা নিয়েই অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরে।বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকার জলঘর থেকে তেলাপুকুর পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। রাস্তা সারাইয়ের (Road Repair) দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
তিন মাস আগে এই এলাকার রাস্তা সারাই করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এই রাস্তা ছাড়াই হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ ইন্টারনেটে এই রাস্তাটি পাকা বলে দেখাচ্ছে। তাই প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে শুক্রবার সকালে জলঘর এলাকায় তখন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের রাস্তার দুরবস্থার জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গুরুতর রোগী, স্কুলের ছেলেমেয়ে চাকরিজীবীদের এই রাস্তা দিয়ে বর্ষাকালে চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই রাস্তা সারাইয়ের দাবিতে এদিন পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত,রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তার প্রাক্কালে রাজ্য বাজেটে রাস্তাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। যে প্রকল্পের অধীনে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই কথা ফের মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি রাস্তা বাঁচানোর পন্থা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বড় মালবাহী গাড়ি গ্রামের রাস্তায় ঢুকতে দেবেন না। ওই গাড়ির ভারে রাস্তা দ্রুত খারাপ হয়ে যায়।' বড় মালবাহী গাড়ি বড় রাস্তায় চলবে বলেই জানিয়ে বর্তমান রাজ্য সরকার এই সমস্ত গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন, হাওড়াকাণ্ডে কড়া অবস্থান রাজভবনের, 'শুনে ভাল লাগছে', ট্যুইট শুভেন্দুর
পাশাপাশি আগের বাম সরকারকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ছোটবেলায় ছুটিতে গ্রামে থাকতে যেতাম। মনে আছে গ্রামের রাস্তা ছিল বড় বড় গর্তে ভর্তি। সে যেন ঢেউ খেলানো সব রাস্তা। এখন সেই চেহারা বদলে গিয়েছে। রাজ্যের সর্বত্র। সরকারে এসে ১ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছি।' রাস্তার হাল-হকিকত বদলানোর পাশাপাশি রাস্তা তৈরির কাজে ১০০ দিনের জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






















