![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Howrah Train: হাওড়া-বর্ধমান শাখায় আজ বন্ধ লোকাল ট্রেন চলাচল
Howrah to Barddhaman Train:যাত্রীদের সুবিধার জন্য বর্ধমান-কাটোয়া ও হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড়, হাওড়া-বর্ধমান কর্ড শাখায় মশাগ্রাম এবং বর্ধমান-আসানসোল শাখায় গলসি পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।
![Howrah Train: হাওড়া-বর্ধমান শাখায় আজ বন্ধ লোকাল ট্রেন চলাচল Local train movement closed today on Howrah-Burdwan branch Howrah Train: হাওড়া-বর্ধমান শাখায় আজ বন্ধ লোকাল ট্রেন চলাচল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/5f9fa02624c1aa2302f622bc7ce633601675581696724223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুদীপ্ত আচার্য, কমলকৃষ্ণ দাস, কলকাতা এবং বর্ধমান: বর্ধমান স্টেশনের (Barddhaman Station) কাছে রোড ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ চলছে। তার জেরে ট্রাফিক (Traffic) ও পাওয়ার ব্লকের (Power Block) কারণে হাওড়া (Howrah)-বর্ধমান শাখার কর্ড ও মেন লাইনে (Main Line) আজ মাঝরাত পর্যন্ত লোকাল ট্রেন (Local Train) চলাচল বন্ধ। যার জেরে আজ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগামী ৫ ফেব্রুয়ারি সারা দিন এবং ৯ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত বর্ধমান স্টেশনে ঢুকবে না কোনও ট্রেন।
তবে যাত্রীদের সুবিধার জন্য বর্ধমান-কাটোয়া ও হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড়, হাওড়া-বর্ধমান কর্ড শাখায় মশাগ্রাম এবং বর্ধমান-আসানসোল শাখায় গলসি পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। রেল সূত্রে খবর, এছাড়াও, সোম-মঙ্গল-বুধবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
এদিকে, লোকাল ট্রেন বন্ধ থাকায় কার্যত যাত্রীশূন্য বর্ধমান স্টেশন। চেনা ব্যস্ততার ছবিটা উধাও। বর্ধমান স্টেশন থেকে কাটোয়া রুটে চলছে লোকাল ট্রেন।
আরও পড়ুন, রাজ্যজুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় ঘুম ভাঙছে কলকাতার; কতদিন থাকবে ঠান্ডা?
রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার জন্য হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড়, হাওড়া-বর্ধমান কর্ড শাখায় মশাগ্রাম এবং বর্ধমান-আসানসোল শাখায় গলসি পর্যন্ত কয়েক জোড়া ট্রেন চালানো হবে। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৯ জোড়া মেল-এক্সপ্রেস বাতিল। সেই সঙ্গে বাতিল হয়েছে বর্ধমান-আসানসোল, বর্ধমান-রামপুরহাট শাখার ট্রেনও।
পরিস্থিতি সামাল দিতে, ৫ তারিখ হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড় পর্যন্ত এবং কর্ড শাখায় মশাগ্রাম পর্যন্ত বেশ কয়েক জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে - বেশ কিছু মেল এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)