CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় বড় পদক্ষেপ আদালতের, তলবের মুখে আরও ৪
CV Ananda Molestation Case : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় , রাজভবনের ৪ কর্মীকে সাক্ষী হিসেবে তলব হেয়ার স্ট্রিট থানার..
কলকাতা: সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মামলায় ( Bengal Governor CV Ananda Bose Molestation Case ) রাজভবনের আরও ৪ কর্মীকে তলব পুলিশের। রাজভবনের ৪ কর্মীকে সাক্ষী হিসেবে তলব হেয়ার স্ট্রিট থানার।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় বড় পদক্ষেপ আদালতের
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় বড় পদক্ষেপ আদালতের। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডে ওএসডি-সহ রাজভবনের ৩ কর্মীর আগাম জামিন দেওয়া হয়েছে। ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল আদালত। আজ রাজ্যপালের ওএসডি-সহ রাজভবনের ৩ কর্মীকে তলব করেছিল লালবাজার। গত রবিবারও তলব সত্ত্বে লালবাজারে আসেননি রাজভবনের এই ৩ কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই অস্থায়ী এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। যাকে কেন্দ্র করে রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত একেবারে সপ্তমে পৌঁছেছে।
এই অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি
এদিকে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী নিশানা করে বলেন, 'বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবন আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্য়পালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু, যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ।' তিনি আরও বলেন, 'মাননীয় রাজ্য়পাল। আমার কী দোষ আপনি বলুন। আমি তো জানিই না ঘটনা পুরো। বলছে দিদিগিরি চলবে না। আমি বলি ও তো সত্যি। দাদাগিরি চলবে না, দিদিগিরি চলবে না। কিন্তু, রাজ্য়পাল প্রথমে তো আপনার পদত্য়াগ করা উচিত।'
আমরা মানুষের উপর ছেড়ে দিয়েছি : বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
অপরদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,' রাজ্যপাল যা বলেছেন সেটা মানুষ শুনেছেন। মুখ্যমন্ত্রী যা বলছেন, সেটাও মানুষ শুনছেন। যে ভাষা আজ মু্খ্যমন্ত্রী ব্যবহার করেছেন, বাংলার মানুষ, বাংলার মহিলারা এবং সারা দেশের যারা বাংলা ভাষায় কথা বলেন, তাঁরা সেটা শুনেছেন। আমরা মানুষের উপর ছেড়ে দিয়েছি।'
আরও পড়ুন, অগ্নিমিত্রার প্রচারে 'বাধা', মিঠুনের রোড শোয়ে 'ইট-বোতল বৃষ্টি'..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।