Nurse Harassment: 'তোমাদের মতো মেয়েদের জন্য আরজি করের মতো ঘটনা ঘটেছে' নার্সকে হেনস্থা কাউন্সিলরের
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকর্মীকেও মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আর জি করকাণ্ডের (RG Kar News) আবহেই এবার দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন।
ঘটনা কী?
স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান ওই তৃণমূল কাউন্সিলর। সেই সময় কর্তব্যরত নার্সের সঙ্গে শেখ নাজিরউদ্দিন বচসা বাঁধে। আর তখনই আর জি করের প্রসঙ্গ তুলে নার্সকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, 'তোমাদের মতো মেয়েদের জন্য আর জি কর মেডিক্যালের মতো ঘটনা ঘটেছে।' পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী। দুবরাজপুর ব্লকের বিএমওএইচ এপ্রসঙ্গে জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় কার্যত অস্বস্তিতে দল। বীরভূম জেলার তৃণমূলের সহ সভাপতি জানিয়েছেন, 'এই ঘটনা ঘটলে দুর্ভাগ্যজনক, বরদাস্ত করবে না দল।'
কী অভিযোগ?
অভিযোগকারিণী বলেন, "আমি নাইট ডিউটি করছিলাম। এক রোগী আসে প্রেসার মাপতে। আমরা প্রেসরা মাপার আগে দুমিনিট বসতে বলি। উনি না বসে নার্সিং সেকশনে ঢুকে আসে। আমাকে হুমকি দেন। গায়ের চাদর খুলে দেন, গায়ে হাত দেন। বাজে ভাষা ব্য়বহার করেন। তারপর আমি জানতে পারলাম যে উনি কাউন্সিলর। পুলিশকে মারে। তোদের এরকম মেয়েদের জন্য়ই আর জি করের মতো ঘটনা ঘটেছে। তোরা এইরকম পরিষেবা না দেওয়ার জন্য় আর জি করে যা ঘটেছে তার জন্য় তোরা দায়ী। এখানে আমাদের নিরাপত্তা একেবারে নেই।''
যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন বলেন, "অভিযোগ মিথ্য়ে। হাস্পাতালের নার্স পায়ে পা দিয়ে বসে ছিলেন। তাকে বারবার বলা হয়েছিল তিনি অসুস্থ বোধ করেছেন। কিন্তু নার্স পেসার মাপেনি। এমনকী এক ব্যক্তি চাঁদর ঢাকা দিয়ে তাকে কলার ধরে বেড় করার চেষ্টা করলে তাকে তিনি ধাক্কা দেন। পরে তিনি জানতে পারা যায় ও ব্য়ক্তি পুলিশ কর্মী।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।