Tab Scam: 'জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ' ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস
Tab Scam Update: লালবাজার সূত্রে খবর, 'কবে ট্যাবের টাকা ঢুকবে, স্কুলের বৈঠক থেকেই জানতে পারত জালিয়াতরা।
পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: জেলায় জেলায় ট্যাব-জালিয়াতির পর্দাফাঁস। তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। লালবাজার সূত্রে খবর, 'জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ।'
ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস: ট্যাব-প্রতারণা-কাণ্ডে একেবারে নাটকীয় মোড়। লালবাজার সূত্রে খবর, 'কবে ট্যাবের টাকা ঢুকবে, স্কুলের বৈঠক থেকেই জানতে পারত জালিয়াতরা। ডিস্ট্রিক্ট ইউনিক কোড ও স্কুলের লগ ইন আইডি হাতিয়েই লোপাট হয়েছে টাকা। প্রতিটি স্কুলের ইউনিক কোড দেখা যায় অনলাইনে। সাধারণত একই ধরনের হয় ডিস্ট্রিক্ট কোড। সেই সুযোগ নিয়েই হাতানো হয়েছে পড়ুয়াদের ট্যাবের টাকা। টাকা ঢুকলেই কমিশন, টোপ দিয়ে ভাড়া নেওয়া হয় অ্যাকাউন্ট।' লালবাজারের তরফে দাবি, চোপড়ায় মুখে মুখে ছড়িয়ে দেওয়া হয় কমিশনের কথা।
এদিকে কলকাতার ট্য়াব কেলেঙ্কারিতে শিলিগুড়ি থেকে ৩ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন দার্জিলিঙের চম্পাসারি এলাকার বাসিন্দা। তৃতীয় জন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা ও পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। পুলিশ সূত্রে খবর, বেহালার সরশুনার স্কুলে ট্যাব কেলেঙ্কারির তদন্তে শনিবার বিহারের কিষাণগঞ্জে যায় কলকাতা পুলিশের তদন্তকারী দল। সূত্র মারফত খবর পেয়ে রবিবার শিলিগুড়িতে পৌঁছ কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেবক রোডে কসমস শপিং মলের সামনে হাতেনাতে পাকড়াও করা হয় ৩ জনকে।
ধৃতদের মধ্যে দিবাকর দাস উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। পেশায় চোপড়ার মরিচা গোয়ালগচ্ছ প্রাথমিক স্কুলের শিক্ষক। ট্যাব প্রতারণাকাণ্ডে এর আগে দুই শিক্ষককে গ্রেফতার করা হয়। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার হন ভগবানপুর KBS। হাইস্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ। এরপর কোচবিহারের সিতাইয়ের সিঙ্গিমারি SP প্রাথমিক স্কুলের শিক্ষক মনোজিৎ বর্মনকেও গ্রেফতার করে পুলিশ।
ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায়, বিধাননগর এলাকা থেকেও চোপড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলার পুলিশ। জঙ্গলমহলের এই জেলার ১৩টি স্কুলের ৫৪ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। সেই ঘটনাতেই গ্রেফতার করা হয় চোপড়ার বাসিন্দাকে। ট্য়াব কেলেঙ্কারিকাণ্ডে, মালদায় ৫টি সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। ১ জনকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মালদায় ট্য়াব-প্রতারণাকাণ্ডে শুক্রবার বৈষ্ণবনগর থেকে সেরাজুল মিঞা নামে এক কৃষককে গ্রেফতার করা হয়। উত্তর দিনাজপুর থেকে ইতিমধ্য়েই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোচবিহার থেকে গ্রেফতার হন এক শিক্ষক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nurse Harassment: 'তোমাদের মতো মেয়েদের জন্য আরজি করের মতো ঘটনা ঘটেছে' নার্সকে হেনস্থা কাউন্সিলরের