Soumitra Khan:'কোনও কাজ করেননি সৌমিত্র..', প্রচারের মাঝেই BJP প্রার্থীকে 'গো ব্যাক' স্লোগান
Soumitra Khan Vote Campaign Chaos: সৌমিত্র খাঁর মিছিল লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বিজেপির মিছিল থেকে তৃণমূল কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ।
প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বাঁকুড়ার পাত্রসায়েরের পর এবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে (Bishnupur BJP Candidate Soumitra Khan) কালো পতাকা দেখানো ও 'গো ব্যাক' স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গো ব্যক স্লোগান তুলতেই, বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের গঙ্গাজলঘাটি অঞ্চল কার্যালয়ে। তৃণমূলের ওই কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
প্রচারের মাঝেই BJP প্রার্থী সৌমিত্রকে 'গো ব্যাক' স্লোগান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে নির্বাচনী প্রচার মিছিলের ডাক দেয় বিজেপি। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মিছিল গঙ্গাজলঘাটির তৃণমূল অঞ্চল কার্যালয়ের সামনা সামনি আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখাতে থাকেন। 'সৌমিত্র খাঁ গো ব্যাক স্লোগান'ও দিতে থাকেন তাঁরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তেজিত বিজেপি কর্মীরা পাল্টা তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ
বিজেপির মিছিল থেকে উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের ওই কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ। ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের একাধিক ফ্ল্যগ ফেস্টুন। ভাঙচুর করা হয় ওই দলীয় কার্যালয়ে থাকা মুখ্যমন্ত্রী-সহ একাধিক তৃণমূল নেতার ছবি ও আসবাব। বেশ কয়েকজন তৃনমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ।
'সৌমিত্র খাঁ সাংসদ হিসাবে এলাকায় কোনও কাজ করেননি, তাই..'
পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ বিজেপি কর্মীদের হঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর তৃণমূলের দাবি, সৌমিত্র খাঁ সাংসদ হিসাবে এলাকায় কোনও কাজ করেননি। বিশ্বমানের স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি। তাই মানুষ তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যক স্লোগান দিয়েছে।' গোটা ঘটনায় সৌমিত্র খাঁকে কাঠগোড়ায় তুলেছে তৃণমূল। পাল্টা সৌমিত্র খাঁর দাবি, 'পুলিশের সঙ্গে যোগসাজস করে তৃণমূল বিজেপির মিছিলে ব্যঘাত ঘটানোর চেষ্টা করেছিল। তৃণমূলের ভাগ্য ভাল যে বিজেপির ছেলেরা মেরে, তাঁদের হাত পা ভেঙে দেয়নি।'
আরও পড়ুন, রাতের অন্ধকারে দলীয় নেতাদের বাড়িতে হামলা, আহত বহু, ১২ ঘণ্টা বনধের ডাক BJP-র
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।