Lok Sabha Election: 'কোন সমস্যা হলে আমাদেরকে বলুন', ভোটের আগে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু, আশ্বাসবার্তা
Lok Sabha Election 2024: সকাল থেকে বর্ধমান শহরে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। দেওয়ানদিঘি ও শক্তিগড় থানা এলাকাতেও তারা রুটমার্চ করে। নেতৃত্বে ছিল রাজ্য পুলিশ।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: শান্তি বজায় রাখুন, কোনও রকমের কোন সমস্যা হলে আমাদেরকে বলুন, এরিয়া ডমিনেশনে বেড়িয়ে স্থানীয়দের আশ্বাস কেন্দ্রীয় বাহিনীর। সকাল থেকে বর্ধমান শহরে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। দেওয়ানদিঘি ও শক্তিগড় থানা এলাকাতেও তারা রুটমার্চ করে। নেতৃত্বে ছিল রাজ্য পুলিশ।
গতকালই পূর্ব বর্ধমানে এসে পৌঁছেছে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে এক কোম্পানি রয়েছে বর্ধমানে, আরেক কোম্পানিকে কাটোয়ায় রাখা হয়েছে। ২০২১-র বিধানসভা ভোটে যে সমস্ত রাজনৈতিক কর্মী, সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের বাড়িতেও যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বর্ধমান শহরের গোলাপবাগে রাখা হয়েছে।
শনিবার সকাল থেকেই তারা বর্ধমান থানা, দেওয়ানদিঘী থানা ও শক্তিগড় থানার বিভিন্ন জায়গায় রুটমার্চ করে।পাশাপাশি এলাকা ও বাড়ি ধরে ধরে গত বিধানসভা ভোটে অভিযোগকারী ও অভিযুক্ত সকলের কাছে গিয়ে এলাকার শান্তি বজায় রাখার ও যেকোনো রকমের নিরাপত্তাজনিত সমস্যার কথা তাদের বলার জন্য বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খাতায় কলমে এখনও নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তার আগেই নজিরবিহীন ভাবে ভোটের আগেই জেলায় কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন, পঞ্চায়েত অফিসে সালিশি সভায় ডেকে সপাটে চড়, দাদাগিরির অভিযোগ রাজারহাটে
অন্যদিকে, আজ থেকেই জলপাইগুড়িতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সকাল থেকে জেলার সদর ব্লক-সহ বিভিন্ন জায়গায় কোতয়ালি থানার IC-র নেতৃত্বে রুটমার্চ চলছে। ভোটারদের কাছে জানতে চাওয়া হচ্ছে, গতবার তাঁরা ঠিকঠাক ভোট দিতে পেরেছেন কিনা। পাশাপাশি, নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জলপাইগুড়িতে আপাতত এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। শিলিগুড়িতে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।