Lok Sabha Election: খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান, থলি হাতে দুর্গাপুরে কীর্তি আজাদ, বহরমপুরে প্রচারে ইউসুফ
Lok Sabha Election 2024: আজ থলি হাতে চন্ডীদাস বাজারে বাজার করার সঙ্গে সঙ্গে জনসংযোগও সারলেন, বললেন বিরোধীরা তো এখনো প্রার্থীই দিতে পারেনি।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। জেলাতে জেলাতেও চলছে ভোটের প্রচার। এদিন দুর্গাপুর স্টিলটাউনশিপে বড় ঠাকুরের মন্দিরে প্রণাম করে সাইকেলে চেপে সাথে মন্ত্রী ও জেলা সভাপতিকে নিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী, কয়েক দিনের ছুটি কাটিয়ে দ্বিতীয় দফায় প্রচার শুরু করলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।
আজ থলি হাতে চন্ডীদাস বাজারে বাজার করার সঙ্গে সঙ্গে জনসংযোগও সারলেন, বললেন বিরোধীরা তো এখনো প্রার্থীই দিতে পারেনি। গতকাল দিল্লি থেকে স্বস্ত্রীক অন্ডাল বিমানবন্দর হয়ে ফেরেন দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, আজকে সকাল থেকে শুরু করেন প্রচার, সঙ্গে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
তাঁর কাছে হারবে জেনেই বিরোধীরা প্রার্থীর নাম ঘোষণা করতে দেরি করছে বলে কটাক্ষ করেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
এদিকে, লোকসভা ভোটের আগে পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি। তার প্রেক্ষিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি ও সিপিএম। ভাইরাল ভিডিওয় দেখা যায়, মঙ্গলবার রাতে কুলটির দিশেরগড়ে ধর্মীয় স্থানে গিয়ে টাকা বিলি করছেন তৃণমূল জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এক্স হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, বিরোধী বিজেপি বা সিপিএম এখনো বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেনি। ইতিমধ্যেই দুর্গাপুরে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নামে দু জায়গায় দেওয়াল লিখন হয়ে যায়। পরে দলীয় নির্দেশে সেই দেওয়াল লিখন মুছে ফেলা হয়। বিজেপি সূত্রে খবর আজ বা কালের মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাবে। অন্যদিকে সিপিএম বা কংগ্রেসেরও একই দাবি।
এদিকে, আজ থেকেই রাজনীতির ময়দানে নামছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। শ্রীলঙ্কায় ক্রিকেট টুর্নামেন্ট সেরে গতকালই কলকাতায় পৌঁছন ইউসুফ পাঠান। আজ সকালে সড়কপথে রওনা দেন বহরমপুরের উদ্দেশ্যে। দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে মিছিল করে অধীর-গড়ে প্রচার শুরু করবেন প্রাক্তন ক্রিকেট তারকা। কংগ্রেস লোকসভা ভোটের প্রার্থী তালিকা এখনও ঘোষণা না করলেও, নিজের পুরনো কেন্দ্র থেকেই ফের দাঁড়াতে পারেন অধীর চৌধুরী। পোড়-খাওয়া রাজনীতিবিদের বিরুদ্ধে লড়াই করতে নেমে রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান কী স্টান্স নেন, সেটাই দেখার।