West Bengal News Live: ওবিসি সার্টিফিকেট বাতিল, এবার অভিষেকের নিশানায় বিচারবিভাগ
Lok Sabha Election 2024 : রাজ্যের জেলা থেকে জেলার প্রতিটি কোণে এই মুহূর্তে কী কী গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।

Background
কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) পরে ফের ধাক্কা রাজ্যের। তৃণমূল আমলের প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট (Calcutta High Court Verdict of OBC Certificates Cancelling)। শুধু সংরক্ষণে পাওয়া চাকরি বহাল। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ মমতার। প্রধানমন্ত্রীর হাতিয়ার হাইকোর্টের ওবিসি-রায়। কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ, হাইকোর্টে শুভেন্দু-হিরণ (Suvendu Adhikari and Hiran Chatterjee)। পাল্টা কটাক্ষ অভিষেকের।শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে তাণ্ডবে নতুন মোড়। প্রয়াগরাজে মহারাজ, তাঁর নামেই FIR নিল পুলিশ। হতবাক রামকৃষ্ণ মিশন। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদ খুন (Bangladesh MP Murder Case)।নিউটাউনের ফ্ল্যাটে রক্ত। দেহ কোথায়? রহস্যের মধ্যেই বাংলাদেশে ৩ জন গ্রেফতার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Ramkrishna Mission: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে সেবক হাউস তুলে দিল পুলিশ
শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে সেবক হাউস তুলে দিল পুলিশ। রবিবার ভোরে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পত্তি সেবক হাউসে হামলা হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের বিরুদ্ধে এখনও পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারেনি।
Loksabha Election 2024: ভোটের আগে বসিরহাটের বিজেপি নেত্রী তৃণমূলে
ভোটের আগে বসিরহাটের বিজেপি নেত্রী তৃণমূলে। তৃণমূলে বসিরহাটের বিজেপি নেত্রী সিরিয়া পারভিন।






















