(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election: পাণ্ডবেশ্বরের বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, নির্বাচন কমিশনে নালিশ BJP-CPIM-এর
Lok Sabha Election 2024: ভাইরাল ভিডিওয় দেখা যায়, মঙ্গলবার রাতে কুলটির দিশেরগড়ে ধর্মীয় স্থানে গিয়ে টাকা বিলি করছেন তৃণমূল জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক
মনোজ বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) জারি হয়েছে গোটা দেশে। দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য এই নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করা হয়।
ভোটপ্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকে কী করতে হয় ও রাজনৈতিক দলগুলিকে কী না করতে হয় সব ক্ষেত্রেই এই নিয়মের মাধ্য়মে উল্লেখ করা থাকে। এদিকে এরই মধ্যে লোকসভা ভোটের আগে পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
তার প্রেক্ষিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি ও সিপিএম। ভাইরাল ভিডিওয় দেখা যায়, মঙ্গলবার রাতে কুলটির দিশেরগড়ে ধর্মীয় স্থানে গিয়ে টাকা বিলি করছেন তৃণমূল জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এক্স হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ফেক ভিডিও বানানো হয়েছে, টাকা বিলির অভিযোগ নিয়ে দাবি করেছেন তৃণমূল জেলা সভাপতি।
I urge @ECISVEEP to kindly take cognizance of the violation of the Model Code of Conduct by the Pandabeswar TMC MLA Narendranath Chakraborty and initiate appropriate action against him for distributing cash in public:-@SpokespersonECI @CEOWestBengal pic.twitter.com/LIKm9GTrmz
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 20, 2024
অন্যদিকে, ভোটের প্রচারে গিয়ে ফের পুরস্কারের 'টোপ' দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। গতকাল নৈহাটিতে কর্মিসভায় তিনি বলেন, যে পঞ্চায়েত আগামী ভোটে বেশি লিড দেবে, সেখানে আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। তৃণমূল প্রার্থীর বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন, টাকা ধার করে মিলেছে ছেলের দেহ, পাননি ক্ষতিপূরণও, গার্ডেনরিচে প্রাণহানিতে অথৈ জলে একাধিক পরিবার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে