Lok Sabha Election: 'কাঁথিতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করেছে BJP', পুত্র সৌমেন্দুকে প্রার্থী করায় প্রতিক্রিয়া শিশির অধিকারীর
Suvendu Adhikari Brother Lok Sabha Election: কাঁথিতে শিশির-পুত্র এবং শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে নরেন্দ্র মোদির দল
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: বাংলার ৪২টি লোকসভা (Lok Sabha Election) আসনের মধ্যে ২০টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (BJP)। কাঁথিতে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু। অর্থাৎ কাঁথির টিকিট রইল অধিকারী পরিবারের হাতেই। তবে শিশির অধিকারী প্রার্থী হচ্ছেন না। প্রার্থী হচ্ছেন শিশির-পুত্র এবং শুভেন্দুর ভাই সৌমেন্দু।
এদিকে, 'কাঁথিতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করেছে বিজেপি', পুত্র সৌমেন্দুকে বিজেপি কাঁথির প্রার্থী করায় এমনই প্রতিক্রিয়া শিশির অধিকারীর। তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী বলেন, 'মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। শুভেন্দু যেদিন গেছে, সেদিনই বোঝা উচিত ছিল পরিবারও বিজেপিতে চলে গেছে'।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের পাশের জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক - এই দুটি লোকসভা কেন্দ্র থেকে ২০১৯-এ তৃণমূলের টিকিটে সংসদে যান শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী। দল বদলালেও, এবারও কাঁথির লড়াইয়ে অধিকার পরিবারই।
কাঁথিতে শিশির-পুত্র এবং শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে নরেন্দ্র মোদির দল যিনি তৃণমূলে থাকাকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন।
তবে ভোটের ফলাফলে কী হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
বাংলায় বিজেপিকে ৪২-এ ৪২-এর টার্গেট বেধে দিয়েছেন নরেন্দ্র মোদি। সেই মিশনে সাফল্য পেতে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
আরও পড়ুন, মোদির 'ভোকাল টনিক', কোন স্ট্র্যাটেজিতে বঙ্গ-জয়ের ভাবনা, Exclusive সাক্ষাৎকারে জানালেন সুকান্ত
লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডল পোস্ট করে সমস্ত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। বারাণসী থেকে তৃতীয়বার ভোটে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৫ জনের প্রার্থী তালিকায় স্থান পেলেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গাঁধীনগর থেকে লড়বেন অমিত শাহ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে